দ্বিতীয় বিয়ে করা স্ত্রীর প্রথম স্বামীর সম্পত্তিতে অধিকার
LEGAL FIST LEGAL FIST
2.44K subscribers
21,378 views
211

 Published On Nov 6, 2021

জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন জীবনের গতিতে চলতে থাকে আর আমাদেরকে তাই সময়ের প্রয়োজনে তা চালিয়ে নিতে হয়। তেমনি স্বামী মারা গেলে স্ত্রী লোকটি বাকি জীবন একা থাকবেন তা কিন্তু কোথাও লিখিত নেই। তারপরও আমাদের সমাজে স্বামীর মৃত্যুর পর পুনরায় বিয়েকে খুব আড় চোখে দেখা হয়। খুব কম বয়সে বিধবা হলে পুনরায় বিয়ে করাটা এখন মোটামুটি একটু স্বাভাবিক হচ্ছে, যদি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) প্রথম বিয়ে করেন ২৫ বছর বয়সে ৪০ বছরের মা খাদিজা (রাঃ) কে, যিনি কিনা ছিলেন বিধবা। যাই হোক, বিধবা নারী পুনরায় বিয়ে করলে তার প্রাক্তন স্বামীর সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে বঞ্চিত হবেন না। কেননা, প্রাক্তন স্বামী মারা যাওয়ার সময়ও বিধবা নারীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিল।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com

➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ   / legalfist  

➨ ই-মেইলঃ [email protected]

show more

Share/Embed