একাধিক স্ত্রীর মধ্যে সম্পত্তি বন্টন প্রক্রিয়া
LEGAL FIST LEGAL FIST
2.44K subscribers
3,280 views
50

 Published On Oct 26, 2021

একজন ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সম্পত্তি সমানভাবে বন্টন হবে। আমরা জানি যে, সন্তান থাকলে স্ত্রী পায় ৮ (আট) ভাগের ১ (এক) ভাগ আর সন্তান না থাকলে স্ত্রী পায় ৪ (চার) ভাগের ১ (এক) ভাগ। এখন এই ক্ষেত্রে যদি একের অধিক স্ত্রী হয়, তাহলে কিভাবে সম্পত্তি বণ্টন হবে?
আমরা যেহেতু জানি মুসলিম আইন অনুসারে একজন পুরুষ ব্যক্তি একসাথে চারজন স্ত্রী রাখতে পারে। সে ক্ষেত্রে একের অধিক যদি থাকে সেই ক্ষেত্রে সন্তান থাকলে ৮ (আট) ভাগের ১ (এক) ভাগ যতুটুকু হয়, ততটুকু সকল স্ত্রীদের মধ্যে সমানভাবে বন্টন হবে এবং সন্তান না থাকলে ৪ (চার) ভাগের ১ (এক) ভাগ প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে স্বামীর জীবদ্দশায় যদি কোন স্ত্রী মারা গিয়ে থাকে, সে ক্ষেত্রে তিনি কোন অংশ পাবেন না। কারণ মৃত ওয়ারিশ কোন সম্পত্তি পায় না

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com

➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ   / legalfist  

➨ ই-মেইলঃ [email protected]

show more

Share/Embed