স্ত্রী, মৃত স্বামীর সম্পত্তির কতটুকু অংশ পায় || Wife part of the Husband property || Law in 5M
Law in 5 Minutes Law in 5 Minutes
7.9K subscribers
11,830 views
260

 Published On Aug 6, 2022

স্ত্রী, মৃত স্বামীর সম্পত্তির কতটুকু অংশ পায়?

সাধারণত কোন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির ওয়ারিশ কেউ হয় না। সে তার সম্পত্তি যাকে খুশি দিতে পারে বা যখন খুশি বিক্রি করতে পারে তাতে বাংলাদেশের আইন অনুযায়ী কোন বাধা নেই।
কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তিতে যাদের অধিকার সৃষ্টি হয় তাদেরকেই ওয়ারিশ বা উত্তরাধিকার বলা হয়।
স্বামী মারা গেলে স্ত্রী তার মৃত স্বামীর সম্পত্তির ওয়ারিশ হবে। তবে এক্ষেত্রে মুসলিম ফারায়েজ অনুযায়ী স্ত্রীর অবস্থা ২ টি।

১. স্বামীর কোন সন্তান থাকলে স্ত্রী তার মৃত স্বামীর মোট সম্পত্তির ১/৮অংশ পাবে।

২. স্বামীর কোন সন্তান না থাকলে স্ত্রী তার মৃত স্বামীর মোট সম্পত্তির ১/৪ অংশ পাবে।

সম্পূর্ণ ভিডিও দেখলে এ সম্পর্কে যাবতীয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরপরেও কারো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।

বর্তমান সময়ের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় ইউটিউব এখন সকলের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। ইউটিউবে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষামূলক ভিডিও পাওয়া গেলেও আইন শিক্ষা এবং আইন সচেতনতায় ভালো এবং সহজে আইনী ব্যাখ্যা প্রদান করার মত তেমন ভিডিও লক্ষ্য করা যায়না । তাই এই বাস্তবতা কে সামনে রেখে Law in 5 Minutes এর পথ চলা।
এই চ্যানেলে জন সাধারণের আইনী সচেতনতার লক্ষ্য সমসাময়িক বিষয়ের উপর সহজ ভাষায় বিভিন্ন আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করা হয়।

আপনাদের সকলের নিকট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের ও আইন জানা ও আইন সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন।।।।


#inheritence
#স্ত্রীর_অংশ_কতটুকু
#Law_in_5_Minutes
#মুসলিম_ফারায়েজ
#বণ্টন
#ল_ইন_ফাইভ_মিনিট
#ওয়ারিশ
#উত্তরাধিকারী

Related Keywords:-
Law in 5 Minutes, Muslim inheritance, succession, Wife part of the husband property,
Muslim faraez,
ল ইন ফাইভ মিনিটস, মুসলিম ফারায়েজ, স্ত্রীর অংশ,
উত্তরাধিকার, জমিজমা ভাগ বাটোয়ারা, সম্পত্তি বন্টনের নিয়ম, মুসলিম আইন।

SOCIAL MEDIA:

Follow our Facebook page-   / lawin5minutes  

Join our Facebook group-  / lawin.  .

Facebook ID: Hasanur Rahman:-   / hasanurrahman51  

show more

Share/Embed