যা শিখাবে শিশুকালে, মায়জী ফাউন্ডেশন তাদের পাশে।#
MAIJHI   BELIEVE MAIJHI BELIEVE
418 subscribers
42 views
1

 Published On May 10, 2024

#gitalife #gita #herakrishna হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কিছু তথ্যও প্রশ্নোত্তর...

০১) শ্রীমদ্ভাগবদ্ গীতার জ্ঞানসর্বপ্রথম লাভ করেন- সূর্যদেব।

০২) কুরুক্ষেত্রের ময়দানে সর্বশেষ মৃত্যুবরণকারী যোদ্ধা -পিতামহ ভীষ্ম।

০৩) ব্রহ্মান্ড নির্মানের সময় প্রথম শব্দটি ছিল- (অউম)।

০৪) ঈশ্বরের প্রথম সাকার রূপ- ওঁ কার।

০৫) ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে নরককুন্ডের সংখ্যা- ৮৬ টি।

০৬) বেদকে কে চার ভাগে ভাগ করেন- মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ণ বেদব্যাস।

০৭) বেদে ভগবান শিব কে আমরা- রুদ্র নামে জানি।

০৮) বৈদিক যুগে দেবতাদের প্রসন্ন করবার মাধ্যম ছিল-যজ্ঞ।

০৯) ইন্দ্রের সভার নাম- সুধর্ম।

১০) দ্বারকা নগরী ভারতের গুজরাট রাজ্যে অবস্তিত মহাভারতে কর্নের পালক বাবার নাম অধিরথ।

১১) স্বর্গের রাজধাণীর নাম- অমরাবতী।

১২) ভগবান বিষ্ণুর বুকে ঋষি- ভৃগুর পদচিহ্ন রয়েছে।

১৩) ভগবান বিষ্ণুর তিন ধরনের নাগের উপর শয়ণ থাকেন যথা- পঞ্চনাগ, শীষনাগ এবং অনন্তনাগ।

১৪) শ্রীচৈতন্য ব্রাহ্মণ বর্নে জন্ম গ্রহন করেন- (পরে প্রত্যাখান করেন)।

১৫) ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে উত্পত্তি ব্রহ্মার।

১৬) শ্রী শ্রী চন্ডীতে ও গীতাতে শ্লোক সংখ্যা- ৭০০টি।

১৭) দেবী মাহাত্ম পাঠকরেন- ঋষি মেধস।

১৮) শ্রী শ্রী চন্ডী মতে প্রধান তিনজন দেবী মহালক্ষী, মহাকালী, মহাসরস্বতী।

১৯)শ্রীকৃষ্ণের পায়ে শরবিদ্ধ করেন- জরা।

২০) এই পৃথিবীর জন্ম মধু এবং কৈটভের ভষ্ম থেকে🙏
🙏Hare krishna👏

show more

Share/Embed