গীতা ক্লাসে পড়া দিতে ভয় নেই। বাচ্চারা মাত্র ক মাসে অনর্গল মন্ত্র পারে।
MAIJHI   BELIEVE MAIJHI BELIEVE
418 subscribers
103 views
4

 Published On Mar 4, 2024

#gitalife #herakrishna #gita #জয়শ্রীরাম #joysreeram #জয় ----------------++◇+✧•❁❀❁•✧+◇++----------------
+🙏•#ওঁম_নমো_ভগবতে_বাসুদেবায়_নমঃ•🙏+
+++🕉+🌹+🔷⚜️🕉🕉🕉⚜️🔷+🌹+🕉+++

--------+💚+🕉#শ্রী_ভগবান_উবাচ🕉+💚+------
❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏

------++++++🕉+🕉+🕉+🕉+🕉++++++------
-------------+◇+#শ্লোক+◇+-------------
---------++✳️++--------
*যথা প্রকাশয়ত্যেকঃ কৃৎস্নং লোকমিমং রবিঃ ।
ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত ॥*

-----++++++🕉+🕉+🕉+🕉+🕉++++++-----

🟣🟢⚫🟡🔴🔵**#অনুবাদঃ- **হে ভারত ! এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে ।

🔵🔴🟡⚫🟢🟣**#তাৎপর্যঃ- **চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে । এখানে ভগবদ্গীতায় সূর্য ও সূর্যরশ্মির উদাহরণ দেওয়া হয়েছে । সূর্য যেমন এক জায়গায় অবস্থিত, কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে, তেমনই অণুসদৃশ জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত, তবুও চেতনার দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে । এভাবেই আমরা দেখতে পাই যে, সূর্যরশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনই চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ । দেহে যখন আত্মা থাকে, তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে, কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায়, তখন আর চেতনা থাকে না । যে কোন বুদ্ধিমান মানুষ এটি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন । সুতরাং, জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না । চেতনা হচ্ছে জীবাত্মার লক্ষণ । জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক, তবুও তা পরম নয় । কারণ একটি দেহের চেতনা অন্য দেহের চেতনার অংশীদার হতে পারে না । কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সচেতন । সেটিই হচ্ছে বিভুচৈতন্য ও অণুচৈতন্যের মধ্যে পার্থক্য ।

─⊱✼❛❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❜✼⊰─

🟢#শ্রীমদ্ভগবদ্গীতা_যথাযথ
🔴#প্রকৃতি_পুরুষ_বিবেক_যোগ
⚫#ত্রয়োদশ_অধ্যায়
🟣#শ্লোক_নম্বর_34

─⊱✼❛❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏❜✼⊰─

🟢🔴🔵*সকল বন্ধুবর্গ ও ভক্তবৃন্দের মঙ্গল সাধনার সহিত সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে এবং সর্বপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে আমি #তন্ময়_মণ্ডল ,, সকল কৃষ্ণপ্রেমী ভক্ত-বৃন্দকে আজ সারাদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন সহ একগুচ্ছ বুকভরা অন্তহীন ভালোবাসা জানিয়ে আজকের পোস্ট উপস্থাপন করছি । 🍁🍁 🌼🌼 🍁🍁 🌼🌼

+⚜🔷🔷🌍🔴🔵⚫⚪⚫🔵🔴🌍🔷🔷⚜+
-----------+++++++++++-----------
+🟢🌼+🙏🌹•🕉🕉🕉🕉🕉•🌹🙏+🌼🟢+
+🚩🕉🔘🕉+•✳️✳️✳️✳️✳️•+🕉🔘🕉🚩+ #সরস্বতীপূজা #joyram #অনুবাদঃ

show more

Share/Embed