মতুয়া মহা সম্মেলন ৯৬
MAIJHI   BELIEVE MAIJHI BELIEVE
418 subscribers
132 views
1

 Published On Apr 25, 2024

#gitalife #herakrishna #gita মতুয়া কোন ধর্ম নয়, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটি মতবাদ মাত্র। সনাতনী হিন্দু ধর্ম মতে 'মতুয়া ধর্ম' বলতে আলাদা কোন কিছুই নেই। মতুয়া মতবাদকে যদি আলাদাভাবে ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে হয় তবে অনুকুল ঠাকুর, কালাচাঁন ঠাকুর, লোকনাথ ঠাকুর, বিবেকানন্দ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুরের মতবাদে বিশ্বাসীদেরও আলাদা আলাদা ধর্ম প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে মনে করি।
আমার মতানুসারে পরম ব্রহ্মাা (ব্রহ্মা- হলেন হিন্দুধর্মে সৃষ্টির দেবতা) আমাদের যেখানেই জন্ম দিয়েছেন বা পাঠিয়েছেন, সেখানেই পূর্ণ সন্তুষ্টির সহিত ইহলোক কাটিয়ে পরলোকে যেন মঙ্গলময় স্থানে পৌঁছতে পারি সেই চেষ্টায়রত থাকা এবং কল্যাণমূলক কাজের মাধ্যমে মনুষ্য জীবনকে স্বার্থক ও অর্থবহ করে গড়ে তুলতে সদা সত্‍ কর্মে নিজেকে নিয়োজিত রাখাই শ্রেয়স্কর।
আসুন নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে সদা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং মানুষের কথা বলি। আমি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী কোন মতবাদে নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ,, হরেকৃষ্ণ।
নিহার রঞ্জন বিশ্বাস।
গণমাধ্যম সমন্বয়ক,
ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি। #অনুবাদঃ #জয়শ্রীরাম #জয়

show more

Share/Embed