মায়ের দুধ খাওয়ান, শিশুর জীবন বাঁচান | Dr Monir Ullah
Parkview Hospital Chittagong Parkview Hospital Chittagong
96K subscribers
578 views
14

 Published On Mar 15, 2022

বাংলাদেশে ৬৫ শতাংশ নারী তাঁদের শিশু ও নবজাতকদের পাঁচ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ান। এ হার বাংলাদেশসহ বিশ্বের আট দেশের মধ্যে সর্বোচ্চ। তবে বাংলাদেশে শিশুকে বুকের দুধ খাওয়ানোর অগ্রগতিতে বাধা ফর্মুলা দুধের আগ্রাসী বিপণন। এই হারকে আমরা যদি ১০০% করতে পারি তবে উল্লেখযোগ্যহারে শিশু মৃত্যুর হার থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ্‌।

জন্মের প্রথম ঘণ্টায় বুকের দুধ খাওয়ানো, এরপর ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো এবং এর ধারাবাহিকতায় দুই বছর বা তার বেশি সময় ধরে বুকের দুধ খাওয়ানো হলে তা শীর্ণকায় হয়ে যাওয়া বা স্থূলতায় আক্রান্ত হওয়াসহ সব ধরনের অপুষ্টির বিরুদ্ধে শিশুদের শরীরে একটি শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলে। বুকের দুধ শিশুদের প্রথম টিকা হিসেবেও কাজ করে, যা তাদের শৈশবকালীন অনেক সাধারণ অসুস্থতা থেকে রক্ষা করে। এটি নারীদের ভবিষ্যতে ডায়াবেটিস, স্থূলতা এবং কিছু ধরনের ক্যানসারের ঝুঁকিও কমায়।

চলুন এ সম্পর্কে আরো জানি ভিডিওতে।

show more

Share/Embed