সম্পর্ক ভাঙ্গা লাভ নাকি লস!
Parkview Hospital Chittagong Parkview Hospital Chittagong
96K subscribers
832 views
32

 Published On Jan 30, 2020

অবিশ্বাসের দন্ধে আমাদের অনেকের সম্পর্ক হয়তো এক সময় বিচ্ছেদের দারপ্রান্তে এসে ঠেকে। অনেকেই চিন্তা করেন এই সম্পর্ক হতে বিচ্ছেদ হওয়া বুঝি নিজের জন্য লস! অনেকসময় দেখা যায় বহুদিনের সম্পর্ক হঠাৎই একদিনে শেষ হয়ে গেল।দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়া নিঃসন্দেহে হতাশার। এ সময় মিশ্র অনুভূতি কাজ করে। যারা একে অপরকে ছাড়া থাকতে পারত না তাঁরাই তখন মাসের পর মাস কথা না বলে কাটিয়ে দেয় কিন্তু ছাড়তে না পেরে নিজে নিজে ভেতরে কুঁকড়ে মরে যায়!

সম্পর্কের টানা-পোড়েন থেকে সবাই বের হয়ে আসতে চায়। কেউ পারে আবার কেউ পারে না। সম্পর্ক ভেঙ্গে যাওয়ার হতাশা থেকে বের হতে চাইলেও কেউ কেউ পারেনা। যতবার উঠতে চায়, সম্পর্কের অতীত তাকে ততই পিছন দিকে টানতে থাকে। তবে সামনে এগোতে হলে নিজেকে ঠিকই এই পিছুটান ফেলে সামনে আগাতে হবে।

আজকের ভিডিওতে এই সম্পর্কের এন্ডিং কিভাবে হতে পারে সেটি নিয়ে বলেছে মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সাঈদুল আশরাফ।

সিরিয়াল দিতে কিংবা বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 031-2555071-5, 031-657901-5, 01976-022333, 01976-022111 নাম্বারে।

show more

Share/Embed