মাছকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে চুন পটাশ ও লবন এর উপকারিতা এবং প্রয়োগের সঠিক নিয়ম দেখুন।
মা ও মাটি মৎস্য হ্যাচারী মা ও মাটি মৎস্য হ্যাচারী
22.1K subscribers
85,223 views
2K

 Published On Nov 2, 2020

মাছকে ভাইরাসের হাত থেকে বাচাতে চুন পটাশ ও লবন এর উপকারিতা এবং প্রয়োগের সঠিক নিয়ম দেখুন।

👇 শিং মাছের পোনা লাগলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন 💯 বিশ্বস্থ প্রতিষ্ঠান ✅

---- আমাদের সাথে যোগাযোগের ঠিকানা----
====== ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। ======

---------------- যোগাযোগ ঠিকানাঃ ---------------
======= ধলা ত্রিশাল ময়মনসিংহ ======
""""""""" 01781700794/01820252059"""""""

"""""""""""""" মা ও মাটি মৎস্য হ্যাচারী """""""""""

হ্যালো মাছ চষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে মাছকে ভাইরাসের প্রতি ষেধক হিসেবে চুন পটাশ লবণ এর উপকারিতা সঠিকভাবে প্রয়োগে নিয়ম নিয়ে কিছু বিষয় আলো চনা করবো ।✅

চুন পটাশ লবণ এই তিনটি জিনিস আমাদের কাছে খুবই পরিচিত একটি নাম এবং এগুলোকে আমরা ভাইরাসের প্রতিষেধক হিসেবে চিনি যারা পুরান চাষী অনেকেই যারা মাছ চাষে নতুন উদ্যোগ নিয়েছেন তারা হয়তোবা এই বিষয়টি জানেনা। ✅

এগুলো প্রয়োগের নিয়ম গুলো হলোঃ প্রথমে চুনকে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে একটি পাত্রের মাধ্যমে তবে আপনাকে চুন ভিজানোর সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে আপনার পুকুরের আয়তন গভীরতা এবং পুকুরের পানির অবস্থার দিক বিবেচনা করে চুনের পরিমাণ নির্ধারণ করতে হবে।✅

ব্যবহার বিধিঃ👇

যেমনঃ নতুন পুকুর হলে প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হয়। আর পিরাতন হলে 200-300 গ্রাম চুন পাঁচ থেকে ছয় ফুট পানির জন্য। তারপর আইডিন মুক্ত লবন, চুনের পাত্রের মাধ্যমে লবণটি একসাথে অ্যাডজাস্ট করে নিন তবে অবশ্যই এটাও পরিমাণ মতো, প্রতি শতাংশে 5 থেকে 6 ফুট পানির জন্য 150-200 গ্রাম লবণ, তারপর আসি পটাশ লবণ এবং চুন যে পাত্রে বিজি আছেন সেই পাত্রের মাধ্যমে পটাশ একসাথে অ্যাডজাস্ট করে নিন পটাশের পরিমান প্রতি শতকে ৩ থেকে ৫ ফুট পানির জন্য ২/৩ গ্রাম পর্যন্ত পানির সাথে মিশিয়ে জীবানু নাশক হিসাবে সবগুলো উপাদান এক সাথে মিশিয়ে ভালো করে গুলো ছিটিয়ে দিতে পাড়েন এই উপাদানটি আপনারা চাইলে ১৫-২০ দিন পর পর দিতে পাড়েন।✅


যেভাবে আমরা ভিডিওতে দেখয়েছি৷ 10 থেকে 15 লিটার পানি দিয়ে খুব ভালোভাবে একজাস্ট করুন৷ তারপরে এটি পুকুরে দেওয়ার জন্য প্রস্তুত৷ হয়তো বা যারা নতুন তারা অনেকেই ভাবতে পারেন যে আমার পুকুরে তো কোন ধরনের প্রবলেম নেই তাহলে আমি কেন এটা প্রয়োগ করব তাদেরকে আমি বলব যে এটি যদি আপনার পুকুরে ভাইরাস নাও থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। ✅

পুকুরের ভাইরাস প্রতিষেধক হিসেবে৷ মাছ চাষ করার সময় একটি বিষয় মনে রাখবেন আপনাকে যেকোন সময় ভাইরাসের সম্মুখীন হতে হবে কাজেই ভাইরাস প্রতিরোধ করা উত্তম৷ যাদের পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা যেমন পানি নষ্ট হয়ে যাওয়া মাছে ভাইরাস যেমন লেজ পচা পাখনা পচা পেট ফুলে মারা যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা যখন দেখা দেয় তা হলেও আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তবে একটি বিষয় মনে রাখতে হবে যে ভাইরাছ যুক্ত পুকুর এবং ভাইরাস মুক্ত পুকুর এর মধ্যে পরিমানের পার্থক্য হতে পারে৷ ✅

এগুলো প্রয়োগ করার পর আপনি দেখবেন আপনার পুকুরে অনেক সমস্যা সমাধান হয়ে গেছে যেমন মাছ মারা যাওয়ার প্রবণতা কমে গেছে, পানিতে অক্সিজেন সংকট হলে তা নিরসন হয়েছে, মাছের শরীরে বিভিন্ন ক্ষত হলে তা নিরাময় , মাছের খাবার খাওয়ার প্রবণতা বেড়ে গেছে যার কারণে মাছের গ্রোথ পূর্বের চাইতে বেড়ে যাবে৷ তো ভিউয়ার্স আশাকরি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে তো এইভাবে এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি আপনার মাছের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন৷ ✅

এই রকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন৷ তো ভিউয়ার্স আমরা দেশি শিং, দেশি মাগুর, ভিয়েতনামের কই, মনোসেক্স তেলাপিয়া, গুলশা মাছের পোনা, ইত্যাদি সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি। আপনারা যারা এই সমস্ত মাছের পোনা ক্রয় করতে চান এবং মাছ-চাষ-পদ্ধতি সম্পর্কে জানতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেনঃ✅

----------------- যোগাযোগ ঠিকানাঃ ---------------
======= ধলা ত্রিশাল ময়মনসিংহ ======
""""""""" 01781700794/01820252059"""""""

💻 থাই পাঙ্গাস মাছ চাষ ও পোনা বিক্রিয়ঃ   • থাই পাঙ্গাশ মাছ চাষ পদ্ধতি ও পোনা বিক...  

💻শিং মাছের প্রজনন চাষ ও পোনা বিক্রিয় A to Z দেওয়া আছেঃ    • শিং মাছের প্রজনন, পোনা উৎপাদন ও চাষ ব...  

💻শিং মাছের ১০ টি গুরুত্বপূন্য দিক এই ভিডিওটিতে তুলে ধরা হলোঃ    • শিং মাছ চাষের ১০টি গুরুত্বপুর্ন বিষয়...  

💻চিতল মাছ চাষ ও পদ্ধতি দেখতে চাইলে ভিডিও লিঙ্কটিতে ক্লিক করুনঃ   • পুকুরে চিতল মাছের সঠিক চাষ পদ্ধতি  | ...  

💻গুলসা মাছ চাষ ও পদ্ধতি ও পোনা বিক্রিয়ঃ    • Amazing High Quality Gulsha Tengra Fi...  

💻 চাষের জন্য মাগুুুর মাছের পোনাঃ   • চাষের মাগুর মাছের পোনা | Cultivated D...  

💻 পাবদা মাছ চাষ ও পদ্ধতিঃ    • কিভাবে পাবদা মাছ চাষ করলে  লাভ বেশি  ...  

💻 হাই কোয়ালিটি থাই পাঙ্গাস মাছের পোনা চাষ ও ক্রয়ঃ    • Best Pangas Fish Seed Seller & Qualit...  

💻 অরিজিনাল ভিয়োতনামের শৈল মাছের পোনা চাষ ও পোনা বিক্রিয়ঃ    / v_pqzm  

বি:দ্র:
মাছের পরিমাণের উপর মাছের পোনার দাম নির্ভর করবে। তাই মাছের পোনার দাম জানতে অনুগ্রহ করে ফোনে যোগাযোগ করুন। ঢাকার বাইরে কমপক্ষে 10000 প্রিস ফোন অর্ডার করলে ডেলিভারি দেওয়া হবে।

#চুন_পটাশ_লবন #সঠিকভাবে_ব্যবহার_করার_নিয়ম


Thanks for watching.... PLEASE ✅ Like, ✅ Comment, ✅ Share & ✅ Subscrive.

show more

Share/Embed