রাজনীতিবিদ মুজফফর আহমেদ এর জীবনকাহিনি | Biography of Muzaffar ahmed | জীবনী | Cpim | রাজনীতি
Ami Avijit Bolchi Ami Avijit Bolchi
135K subscribers
6,987 views
166

 Published On Apr 23, 2023

কমরেড মুজফফর আহমদ ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। ভারতের কমিউনিস্ট আন্দোলনের সেরা পথিকৃৎ, শ্রেষ্ঠ বিপ্লবী মুজফফর আহমদের এটি ১৩২তম জন্মবর্ষ। ১৮৮৯ সালের আগস্ট মাসের এক সোমবারে (বাংলা শ্রাবণ) অবিভক্ত বাংলার নোয়াখালি জেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের সন্দ্বীপ দ্বীপের মুসাপুর গ্রামে কমরেড মোজাফফর আহমদের জন্ম। তার পিতা মুন্সি মনসুর আলী সাহেব ছিলেন একজন মোক্তার। তার অগ্রজ তিন সহোদর ভাই হলেন মহব্বত আলী, মকবুলী আহমদ ও খুরশিদ আলম।কমরেড মুজফফর আহমদ এর জীবনকালেই তাঁদের মৃত্যু হয়।তাঁর স্ত্রী ও কন্যা দীর্ঘদিন ধরে তৎকালীন পূর্বপাকিস্তানে ছিলেন।

কমরেড মুজফফর আহমদ সন্দীপের কার্গিল হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েন। তারপর তিনি নোয়াখালী জেলা স্কুল থেকে১৯১৩ সালে প্রবেশিকা পরীক্ষায় (ম্যাট্রিকুলেশন) পাশ করেন। প্রবেশিকা পরীক্ষার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ১৯১৩ সালেই কলকাতা আসেন।হুগলি মহসিন কলেজে তিনি দু-তিন মাস আই এ ক্লাসে পড়াশোনা করেন।পরে বঙ্গবাসী কলেজেও কিছুকাল পড়াশোনা করেন।কলেজ ছাড়ার পর বাংলা সরকারের অনুবাদ দপ্তরে কিছুদিন উর্দু থেকে ইংরেজি অনুবাদক এর কাজ করেন। জীবিকার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরি নিতে বাধ্য হন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাবে তিনি রাজনৈতিক আন্দোলনের দিকে আকৃষ্ট হন। প্রগতিশীল সাহিত্যের দিকে সবসময়ই তাঁর বিশেষ আকর্ষণ ছিল। ১৯১৮-১৯ সালে তিনি ‘বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা সমিতি’তে যোগদান করেন। এদের প্রকাশিত ত্রৈমাসিক বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকার পরিচালনার দায়িত্বভার পান মুজফফর আহমদ।এই পত্রিকার সূত্রেই মুজফফর আহমদের সঙ্গে কবি নজরুল ইসলামের যোগাযোগ হয়।করাচির সেনানিবাস থেকে নজরুলের পাঠানো কবিতা ও গল্প এই পত্রিকায় প্রকাশিত হত। পল্টন থেকে ফিরে ১৯২০ সালে নজরুল ইসলাম বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে ওঠেন। এখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আমৃত্যু তা বজায় ছিল।
#viralvideo
#biography
#politician
#freedomfighter
#muzaffarahmed
#westbengalcpim
#communistparty
#westbengalpoliticalnews

Politician muzaffar ahmed
Biography of muzaffar ahmed
মুজফফর আহমেদ এর জীবনী
রাজনীতিবিদ মুজফফর আহমেদ
মুজফফর আহমেদ
স্বাধীনতা সংগ্রামী মুজফফর আহমেদ

show more

Share/Embed