বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ এর জীবন এর অজানা কাহিনী | Freedom fighter Barindra kumar ghosh | জীবনী
Ami Avijit Bolchi Ami Avijit Bolchi
135K subscribers
5,309 views
135

 Published On May 6, 2023

১৮৮০ খ্রিষ্টাব্দের ৫ই জানুয়ারি লণ্ডনের উপকণ্ঠে নরউডে জন্মগ্রহণ করেন। পিতার নাম কৃষ্ণধন ঘোষ, মায়ের নাম স্বর্ণলতা ঘোষ। উল্লেখ্য তাঁর পিতা কৃষ্ণধন ঘোষ তখন ইংল্যান্ডে চিকিৎসা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করতেন।

পিতামাতার সাথে ভারতে ফিরে আসেন এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে দেওঘর-এর এক উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পাশ করেন। এরপর তিনি পাটনা কলেজে ভর্তি হন। এই কলেজে কিছুদিন লেখাপড়া করার পর, তিনি ঢাকায় তাঁর মেজো ভাই মনমোহন ঘোষের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক) কাছে চলে আসেন। ঢাকায় কিছুদিন থাকার পর, গুজরাটের বরোদায় বসবাসকারী তাঁর অপর সেজ দাদা অরবিন্দ ঘোষ কাছে চলে আসেন। এখানে তিনি রাইফেল চালনায় প্রশিক্ষণ গ্রহণ করেন। এই সময় তিনি ইতিহাস ও রাজনীতি নিয়ে তাঁর ব্যাপক লেখাপড়া শুরু করেন। তাঁর দাদা অরবিন্দ ঘোষ -এর অনুপ্রেরণায় তিনি ধীরে ধীরে বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন।

ভারতের স্বাধীনতা লাভের জন্য, বিংশ শতাব্দীর প্রথম দিকে বহু বিপ্লবী সংগঠন গড়ে উঠে। অরবিন্দ ঘোষ এ সকল সংগঠনগুলোকে সমন্বিত করার উদ্যোগ নেন। ১৯০১ খ্রিষ্টাব্দে তিনি একটি গুপ্ত বিপ্লবী দল গঠনের উদ্যোগ নেন। এই উদ্দেশ্যকে সফল করার জন্য তিনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় পাঠান।
#viralvideo
#biography
#indianfreedomfighters
#indianhistory
#indianfreedomfighter
#barindrakumarghosh
#abpananda

show more

Share/Embed