রাম বোলা তুলসীদাস: বক্তা-সঞ্জীব চট্টোপাধ্যায়।
SANJIBANI SUDHA SANJIBANI SUDHA
6.27K subscribers
14,042 views
562

 Published On Jan 20, 2024

রাম বোলা তুলসীদাস: বক্তা-সঞ্জীব চট্টোপাধ্যায়। অলঙ্করণ: সুব্রত মাজী।
#sanjib chattopadhyay on Sant Tulsidas#

ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্ত হও তবেই আমার সন্ধান পাবে।ভগবান শ্রীরামচন্দ্র বলছেন, ভক্তের জন্য ভগবান নানা রূপ ধরেন। যে যেমন চায় তাকে সেই রূপে দর্শন দেন। মহাত্মা তুলসীদাসজি বললেন, বেশি না, এক ঘড়ি, আধি ঘড়ি রামকে স্মরণ করো। কোটি অপরাধ হতে উদ্ধার পাবে। রাম নামে কত সুখ। রাম বলো, রাম বলো। বারাণসীতে আমার পরিচয় ‘রাম বোলা’।
কলি কাল ভয়ংকর এক সময় পর্ব, শোনো আমার একটি দোঁহা— সাচ্চা কহে ত মারে লট্টা, ঝুটা জগৎ ভুলাই/ গোরস (দুধ) গলি গলি ফিরে, সুরা বৈঠল বিকাই/ চোরকা ছোড়ে সাধুকো বাঁধে, পথিক কো লাগাওয়ে ফাঁসি/ ধন্য কলিযুগ তেরি তামাসা দুখ লাগে ঔর হাসি।
১৬৮০ শ্রাবণ শুক্লা তৃতীয়া।
সঙ্কটমোচনে সন্ধ্যারতি শুরু হয়েছে। কয়েক সহস্র ভক্ত সমবেত। মহাবীর আজ যেন বড় বেশি উজ্জ্বল পঞ্চপ্রদীপের শিখা আজ যেন গগন স্পর্শ করতে চাইছে। আসনে বসে আছেন তুলসীদাস। শ্বাসে প্রশ্বাসে রাম, রাম, ভ্রমর গুঞ্জন, অসিঘাটের কোল বেয়ে বহে চলেছে উত্তরবাহিনী গঙ্গা। আরতী প্রদীপের শেষ শিখাটি শূন্যে বিলীন হয়ে গেল। তুলসী স্তব্ধ। তাঁর দেহরূপ ঝোলাটি পড়ে রইল সঙ্কট মোচনের দুয়ারে। পরিব্রাজক চলেছেন গগন বিহারে। হয়তো বিশ্রাম করবেন চিত্রকূটি রামনিবাসে। তারপর গগনচারী যাবেন নীল পর্বতে তাঁর প্রিয় ভূষুণ্ডীর কাছে। মধুসূদন সরস্বতী মহাবেদান্তী, রামচরিতমানস পাঠ করে লিখেছিলেন,
আনন্দকাননে যস্মিন জঙ্গমস্তুলসীতর।
কবিতা মঞ্জরীতাতি রামভ্রমর ভূষিতা।।
কাশীর আনন্দকাননে তুলসীদাস সচল তুলসী মহাবৃক্ষ, তাঁর কবিতারূপ অতি সুন্দর মঞ্জরীতে রামরূপী ভ্রমরের গুঞ্জন। অসিঘাটে বিশাল ভাণ্ডারা। হাজার ভক্ত সমাগম। কি লেখা হয়েছে, একবার এসে দেখুন: নীল সরোরুহ স্যাম তরুণ অরুণ বারিজ নয়ন সদা হীর সাগর সয়ন
ভক্তগণ সমবেত কণ্ঠে কী বলছেন শুনুন: যত দিন গগনে চন্দ্র, সূর্য থাকবে, যত দিন শ্রীরাম কথা ভূতলে প্রচলিত থাকবে, ততদিন গোস্বামী তুলসীদাসও থাকবেন। আমি রামবোলা তুলসীদাস।



Apurba Chatterjee, [email protected] , facebook.com/apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

show more

Share/Embed