সৌদি খেজুর চাষ পদ্ধতি ও বিশেষ কৌশল | দেশের মাঠিতে উজ্জ্বল সম্ভাবনা সৌদি খেজুর চাষে - Safollo kotha
সাফল্য কথা সাফল্য কথা
692K subscribers
60,995 views
1K

 Published On Sep 7, 2020

দর্শক বন্ধুরা, সাফল্য কথা ২৫৪ তম পর্বে আমারা কথা বলেছি , বাংলাদেশের মাঠিতে সৌদি খেজুর চাষে সফল উদ্যোক্তা গাজীপুর সদর উপজেলার মোঃ নজরুল ইসলাম বাদল ভাইয়ের সাথে।

গ্রাজুয়েশন শেষ করে একটা সময় চাকরী করেছেন তিনি, কিন্তু কৃষিতে সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাকে বার বার তাড়না দিতো তাকে। পর্বতীতে চাকরী ছেড়ে বাবার সহযোগিতায় ২০১৫ সালে মাত্র কয়েকটি সৌদি খেজু্রের জাত নিয়ে এসে খেজুর চাষ শুরু করেন। এই সৌদি খেজু্রের চাষ তার জীবনের মোড় গুড়িয়ে দেয়।

বর্তমানে তিনি ২বিঘা জমিতে সৌদি খেজু্রের বাগান গড়ে তুলেছেন। যেখানে প্রায় ১৬ টি জাতের ১০৫টি মাতৃগাছ এবং অসংখ্য চারা গাছ রয়েছে।
নজরুল ইসলাম বাদল ভাই বলেন, এই সৌদি খেজুরের বাগান থেকে ফল এবং চারা বিক্রি করে প্রতি মাসে আয় হয় ৪-৫ লক্ষ টাকা। যা একজন কৃষি উদ্যোক্তা হিসাবে অনেক বেশি পাওয়া।

দর্শক বন্ধুরা, আমাদের আজকের পর্বে আমার জানবো সৌদি খেজুর চাষ পদ্ধতি ও বিশেষ কৌশল সম্পর্কে বাদল ভাইয়ের কাছে । তো চলুন শুরু করা যাক...

Safollo Kotha Ep- 254
Date Farming In Bangladesh
উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম বাদল
ঠিকানা : পিরুজালী, আলীমপাড়া, সদর, গাজীপুর।


আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
সাফল্য এগ্রো সার্ভিস এন্ড সেলস - ০১৩০০১৯০১১৭
উপস্থাপক- মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪
পরামর্শ ও অভিযোগ - অফিস ০১৭১৩০৬৮৫১৭
সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর।
ফেসবুক পেজ-   / safolloagro  
ওয়েব- https://www.safolloagro.com
ইমেইল- [email protected]

সুপ্রিয় দর্শক আপনাদেরও যদি এরকম কোন সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ।

show more

Share/Embed