দুম্বা পালনে বাণিজ্যিক সাফল্য |
Krishite Bangladesh Krishite Bangladesh
13.3K subscribers
38,105 views
841

 Published On May 2, 2023

বরিশালে পালন করা হচ্ছে মরুভূমির প্রাণী দুম্বা। ছোট আকারে হলেও ব্যক্তিগত উদ্যোগে বরিশালের শহীদ জিয়া সড়ক এলাকায় গড়ে তোলা হয়েছে দুম্বা খামার। মরু অঞ্চলের প্রাণী দুম্বা পালন করে আর্থিক স্বচ্ছলতা পেয়েছেন বরিশালের মো. রিয়াজুল কবির বাদল। ভবনের ছাদে ও বাড়ির উঠোনে খাঁচা তৈরি করে দুম্বা পালন করেন তিনি।

দুম্বা পালনে খুব একটা বেগ পেতে হয় না বলে জানিয়েছেন বাদল। ছাগল পালনের মতো দুইবেলা ঘাস আর দানাদার খাদ্য এদের নিয়মিত খাবার। এই প্রাণি দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। রোগ-বালাইয়ের তেমন কোনো বিড়ম্বনা নেই দুম্বা পালনে।

মাত্র ৪ বছরে দুম্বা পালনে বাদলের ইর্শ্বণীয় বাণিজ্যিক সাফল্য অনুপ্রাণীত করছে প্রান্তিক পশু পালনকারীদের। দূর-দূরান্তের অনেকেই বরিশাল নগরীর জিয়া সড়ক রোডে বাদলের খামার দেখতে আসছেন।
#krishitebangladesh
#কৃষিতেবাংলাদেশ

show more

Share/Embed