Reasons and solution for pigeon baby small and large/পায়রার বাচ্চা ছোট ও বড় হওয়ার কারণ ও সমাধান।
Dipu Pakhir Duniya Dipu Pakhir Duniya
249 subscribers
74 views
1

 Published On Nov 12, 2023

বন্ধুরা, দীপু পাখির দুনিয়া এই ভিডিও তে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি পায়রার বাচ্চা কেন ছোট ও বড় হয় সেই বিষয়ে আলোচনা করব। পায়রা যে দুটি ডিম পাড়ে তার বাচ্চা ফোটে সেটার একটা বড় হয় এবং আর একটা ছোট হয়।এর কারন হল পায়রা প্রথম ডিম টি যে দিন পাড়ে তার ঠিক ১দিন পর আর একটা ডিম পাড়ে। এই ভাবে ১৭ দিন পর প্রথম ডিম টি ফেটে বাচ্চা বের হয় এবং পরের দিন দ্বিতীয় ডিম টি ফেটে বাচ্চা বের হয়।কিন্তু কিছু দিন পরে দেখা যায় প্রথম ডিমটার বাচ্চা বেশ বড় হয়ে গেছে দ্বিতীয় বাচ্চা টা থেকে। ফলে পায়রা যখন খাবার খাওয়া বে দুটি বাচ্চা কে তখন বড় বাচ্চা টা বেশির ভাগ খাবার খেয়ে নেবে তুলনায় ছোট বাচ্চা খেতে পারবে না।এর ফলে এক সময় না খেতে পেয়ে ছোট বাচ্চা টা মারা যাবে।এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে পায়রা প্রথম ডিম টি পাড়লে তাকে সরিয়ে রাখতে হবে যখন পায়রা দ্বিতীয় ডিম টি পাড়বে তখন প্রথম ডিম টি পায়রার নিচে দিতে হবে। ফলে দুটি ডিম একসাথে পায়রা তা দেবে এবং এক সাথে একই দিনে দুটি বাচ্চা ফুটবে।এর ফলে পায়রা তার বাচ্চা দুটি কে সুন্দর ভাবে খাওয়া বে এবং দুটি বাচ্চা একসাথে বড় হবে সাইজ ছোট বড় হবে না।ভিডিও টি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
যদি চ্যা নেলটি তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবন যাতে আমার নতুন নতুন ভিডিও খুব সহজে দেখতে পারেন।
Friends, welcome to this video of Dipu Pakhir Dunya. Today I will discuss why baby pigeons grow small and large. The two eggs that the pigeon lays hatch, one is bigger and the other one is smaller. This is because the pigeon lays another egg exactly 1 day after the first egg is laid. In this way after 17 days the first egg hatches and the next day the second egg hatches. But after a few days it is seen that the hatchling of the first egg is much bigger than the second hatchling. As a result, when the pigeon eats two babies, then the older baby will eat more food than the younger baby. As a result, the baby will die without eating at one timeTo get rid of this problem, when the pigeon lays the first egg, it should be kept aside, when the pigeon lays the second egg, the first egg should be placed under the pigeon. As a result, two eggs will be laid by pigeons together and two chicks will hatch on the same dayAs a result, the pigeons will eat their two babies beautifully and the two babies will grow up together, not too small or too big. Thank you very much for watching the video till the end.
If you are new to the channel, please subscribe to the channel and press the bell icon next to it so that you can see my new videos very easily.

show more

Share/Embed