Solution for the cause of death of baby pigeon / পায়রার বাচ্চা মারা যাবার কারন ও সমাধান।
Dipu Pakhir Duniya Dipu Pakhir Duniya
249 subscribers
124 views
7

 Published On Sep 10, 2023

বন্ধরা,দীপু পাখির দুনিয়া এই ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি পায়রার বাচ্চা মারা যাবার কারন ও সমাধান সম্পর্কে আলোচনা করব।প্রথমে কারণ গুলো বলি ১. পায়রার শরীরে বিভিন্ন প্রকার পোকা মাকড় থাকলে বা জীবানু থাকলে বাচ্চা মারা যাবে। ২.ডিপথেলওয়া রোগে বাচ্চা মারা যায়। এই রোগ হলে বাচ্চা কে বাঁচানো খুবই মুসকিল হয়ে পরে।তাই প্রথমেই চিকিৎসা করাতে হবে। Azithromycine 200 ১০ ফোটা করে সঙ্গে নিউ ফিপটিন সিরাপ ৫ ফোটা করে দিনে তিনবার দিতে হবে। ৩.বাবা-মা যদি অসুস্থ থাকলে সেই বাবা মা বাচ্চা কে খাওয়ালে বাচ্চা অসুস্থ হবে।আবার বাবা মা যদি বাচ্চা কে না খাওয়ায় তাহলে হ্যান্ডফিডিং করাতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন জল ও খাবার দিতে হবে। বাচ্চা যদি বমিকরে সেটা দূরগন্ধ যুক্ত হয় তাহলে বুঝতে হবে বাচ্চার বিষক্রিয়া হয়েছে।তখন দিতে হবে হোমিওপ্যাথি ঔষধ Nuxvom 30 ১ ফোটা করে দিনে তিন বার সঙ্গে দিতে হবে লিভার টনিক ৫ ফোটা করে।গ্রীড সব সময় দিয়ে রাখতে হবে। পায়রার বাচ্চা থাকলে ক্রিমি কোর্স করানো যাবে না।ভিডিও টি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবন যাতে আমার নতুন নতুন ভিডিও খুব সহজে দেখতে পারেন।
Friends, welcome to this video Dipu pakhir Duniya. Today I will discuss about the causes and solutions for the death of baby pigeons. First, let me tell you the reasons 1. Pigeons will die if there are various types of insects, spiders or germs in the pigeon's body. 2. Children die of diphthelar disease. It is very difficult to save the child after this disease. Therefore, treatment should be done first. Azithromycine 200 10 drops along with New Phiptin Syrup 5 drops should be given three times a day. 3. If the parents are sick, if the parents feed the child, the child will be sickIf the parents do not feed the child then hand feeding should be done. Provide clean water and food. If the child vomits and it has a bad smell then it should be understood that the child has been poisoned. Then the homeopathy medicine Nuxvom 30 should be given 1 drop three times a day along with liver tonic 5 dropsThe grid should be maintained at all times. Creamy course cannot be done if there are baby pigeons. Thank you very much for watching the video till the end.
If you are new to this channel, please subscribe to the channel and press the bell icon next to it so that you can watch my new videos very easily

show more

Share/Embed