বান্দা বান্দি কি করে / হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব দামাত বারকাতুহুম এর বয়ান
R U MEDIA R U MEDIA
3.06K subscribers
255 views
24

 Published On Oct 1, 2024

13.9.2024 Before Juma, Baitul Haq Jame Masjid, Dhalkanagar, Dhaka

তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর আযীমুশশান বয়ান।

বান্দা বন্দেগী করে। সব বান্দার বন্দেগীর মধ্যেই কিছু ভুলচুক হয়ে যায়। এই ক্ষেত্রে মহান রাব্বুল আলামীন এমন প্রতিকার ও সুব্যবস্থা রেখেছেন যে, বান্দা যাতে ভুল-ত্রুটি করার পরেও জাহান্নামে না যায়। সেটা হলো, যখন যেই ভুল-ত্রুটি হয়, অন্যায়-অপরাধ হয়; ছোট হোক, বড় হোক তুমি তওবা করো, এস্তেগফার করো। আল্লাহপাকের কাছে অনুতপ্ত হও। আর অন্যায়ের পথ থেকে ফিরে আসো। রব্বুল আলামীনের নিকট তুমি ক্ষমা চাও। এটা করতে থাকলে তুমি মহান আল্লাহর নিকট দুনিয়া থেকে পবিত্র জিন্দেগী নিয়ে যাওয়ার সুযোগ পাবে।

আল্লাহর ভয় যাদেরকে কম্পিত করে সে মানুষ বেপরোয়া থাকতে পারে না। অন্যায়, অপরাধ করে সে অনুতপ্ত হয় লজ্জিত হয়।

show more

Share/Embed