শুনতে থাকার মত ওয়াজ / হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব দাঃ বাঃ এর আজিমুশশান বয়ান
R U MEDIA R U MEDIA
3.06K subscribers
131 views
16

 Published On Oct 9, 2024

13.9.2024 After Fajr Mashik Ijtema, Baitul Haq Jame Masjid, Dhalkanagar, Dhaka

ওলী হওয়ার বিষয় একটাই: সমস্ত ওলামায়ে দ্বীন, আওলিয়ায়ে কেরাম এক কথায় বলেছেন যে, ফরজ এবং ওয়াজিব সমূহ সঠিকভাবে পালন করা। সব সময় সব রকমের গুনাহ থেকে বিরত থাকা। এটুকু যার মধ্যে থাকে সে কামেল মুক্তাকী। এখন এই জিনিসটাই পীর-মাশায়েখও বুঝতেছেন না। অধিকাংশ পীর-মাশায়েখের কাছে এ বিষয়টা পরিষ্কার না। পরিষ্কার না এজন্য যে, কোন আল্লাহওয়ালা খেলাফত দিয়েছেন; কিন্তু আকাবিরে-দ্বীনের এলমের মোতালাআ নাই। কোরআন-সুন্নাহর ব্যাপক এলমের মোতালাআ নাই। তাফসীরে কিতাবগুলো মোতালাআ নাই। ফেকহ ও ফ্লাওয়ার মোতালাআ নাই। এজমালী ভাবে, আম ভাবে কিছু পড়াশোনা করা হয়েছে। এটাই সব টুকু এলেম। এরকম করলে তো জিনিস পরিষ্কার ভাবে থাকবে না, পাবে না।

পীর মশায়েখদের মধ্যে বিশাল অংশই এভাবে তালিম তরবিয়ত করেন, যেন বসে বসে ঘণ্টা ঘণ্টা মোরাকাবা এবং জিকিরের মধ্যে ডুবে থাকা, ১২ তাসবিহর যিকির করা, নফল পড়া এশরাক, আওয়াবিন পড়া হলো তাসাওউফ। এসব লম্বা লম্বা নফল দ্বারা ওলিআল্লাহ হয় না। ওলিআল্লাহ হয় গুনাহ মুক্ত জীবন দ্বারা।

show more

Share/Embed