আমে পোকা আম ঝড়ে যায় কীটনাশক ছাড়া অল্প খরচে সমাধান ফেরোমন ফাঁদ
Krishite Bangladesh Krishite Bangladesh
13.3K subscribers
555 views
14

 Published On May 15, 2022

আমে যে সকল পোকা আক্রমণ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমের মাছি পোকা। আমের মাছি পোকা আমের সব চাইতে ক্ষতিকারক পোকা। এ পোকার আক্রমণ বেশি হলে অনেক বাগানে প্রায় শত ভাগ আম খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে।
আমের মাছি পোকা সাধারণত আম পাকার ২-৩ সপ্তাহ পূর্ব থেকেই আক্রমণ শুরু করে। যখন আমের ত্বকটি নরম হয়।
স্ত্রী মাছি পোকা ডিম পাড়ার অঙ্গ দিয়ে প্রতিটি আমের ত্বক ছিদ্র করে আমের ভেতরে ৭-১০টি পর্যন্ত ডিম পারে। ডিম ফুটে কীড়া বের হয় যা আমের শ^াস খেয়ে নষ্ট করে ফলে আমের পচন ধরে এবং গাছ থেকে আম ঝড়ে পড়ে।
এই পোকা দমনে কৃষক ভাইয়েরা না বুঝেই অতিমাত্রায় কখনও কখনও কীটনাশক ব্যবহার করে থাকেন। বর্তমানে আমের মাছি পোকা আম গাছে ফেরোমন ফাঁদের ব্যবহার শুরু হয়েছে।
সেক্স ফেরোমন হচ্ছে একটি নির্দিষ্ট গন্ধযুক্ত জৈব রাসায়নিক পদার্থ যা স্ত্রী পোকার শরীর থেকে নৃশৃত হয়, যাতে পুরুষ পোকা যাতে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে স্ত্রী পোকার কাছে চলে আসে এবং তাদের মধ্যে মিলন হয়।

বর্তমানে সেই নির্দিস্ট গন্ধযুক্ত জৈব রাসায়নিক পদার্থ কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে যার দ্বারা সৃষ্ট ও ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করে বিশেষ ধরনের ফাঁদে অর্থাৎ পানি ফাঁদের সাহায্যে মেরে ফেলা হয়।
ফলে স্ত্রী পোকা মিলন সম্পন্ন না হবার কারনে ডিম নিসিক্ত হয় না বিধায় তাদের ভিতরে কোন বংশধর তৈরি হতে পারে না এবং ফসলের কোন ক্ষতিও করতে পারে না।

show more

Share/Embed