তেতুঁল বীজ: এক বিস্ময়কর ভেষজ
DESH Health Center DESH Health Center
3.44K subscribers
54,504 views
597

 Published On Apr 18, 2022

চিকিৎসা ক্ষেত্রে ইউনানি, আয়ুর্বেদ, হোমিও ও অ্যালোপ্যাথিক ওষুধ তৈরিতে তেঁতুলের বিচির ব্যবহার আছে। এ ধরনের কাঁচামাল ছাড়াও ঔষধি গুণের জন্য খুবই তেঁতুলের বীজ খুবই উপকারী।
চোখের ড্রপ তৈরি থেকে পাকস্থলীর গোলযোগ, লিভার ও গল-ব্লাডারের সক্ষমতা বাড়ানোর ওষুধ তৈরির ক্ষেত্রে তেঁতুলের বিচি ব্যবহৃত হয়।
গর্ভকালীন বমিভাব ও মাথাঘোরার সমস্যায় তেঁতুল বিচির শরবত বেশ উপকারী।
তেঁতুলের বীজ শরীরের দুর্বলতা কমায় ও খাবারের রুচি বাড়ায়।
তেঁতুল বীজ দ্রুত বীর্যপাত রোধ করে ও যৌনশক্তি বৃদ্ধি করে। এছাড়াও তেঁতুল বীজ শুক্রানুর পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করে।
তেঁতুল বীজ অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করে।
তেঁতুল বীজ মহিলাদের জরায়ুর শক্তিবর্ধন করে। তেঁতুল বীজ মেয়েদের ডিম্বাণুর উৎপাদন বাড়াতে সাহায্য করে। এছাড়াও তেঁতুলের বিচি মেয়েদের অনিয়মিত মাসিকসহ বিভিন্ন ধরনের মেয়লী সমস্যা দূর করে।
তেঁতুল বীজ বমি রোধ করে, উচ্চরক্তচাপ ও রক্তের কোলেস্টেরল হ্রাস করে।
পাকস্থলীর গোলযোগ, লিভার এবং গলব্লাডারের সক্ষমতা বাড়াতে সাহায্য করে তেঁতুলের বিচি।
তেঁতুলের বিচি দাঁতের গোড়া শক্ত করতে এবং দাঁতের ক্ষয় রোধ করতে দারুণ ভাবে কাজ করে থাকে।
তেতুল বিচির পাউডার
তেতুল বীজ ওষুধ হিসেবে ব্যবহারের জন্য তেঁতুল বীজকে পাউডার করে নিতে হবে। তেঁতুলের বিচি শুকিয়ে, খোসা ছাড়িয়ে ভালভাবে মিহি করে গুড়া করে পাউডার তৈরি তৈরি করে নিতে হবে।

তেঁতুল বীজ খাওয়ার নিয়মঃ
রাতে ১ চামচ পাউডার হাফ গ্লাস পানিতে ভেজাবেন এবং সকালে শুধু পানিটুকু খাবেন ও নিচে জমানো অংশ ফেলে দিবেন। সকালেও একই নিয়মে ভেজাবেন ও একই নিয়মে রাতে খাবেন।
এছাড়া আপনি সরাসরি পাউডারও খেতে পারেন। এক্ষত্রে আপনি তেঁতুল বীজের পাউডারের সাথে দুধ বা মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন।

সাইফুল ইসলাম
ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান
পরিচালক
দেশ হেলথ সেন্টার
ফোন- ০১৭১১৪৫০১৭৮
e-mail: [email protected]
  / deshhealhcentre  

Background Music Curtsy- Alex_MakeMusic from Pixabay & bensoun.com

show more

Share/Embed