ঔষধি গাছের পাউডার দিয়ে তৈরি দুর্বলতার ভেষজ হালুয়া। নাটোর ঔষধি গ্রামের হারবাল ঔষধ Natore Veshoj bari
Business Garden Business Garden
8.58K subscribers
27,709 views
556

 Published On May 17, 2023

নাটোর ঔষধি গ্রামের উৎপাদিত ঔষধ আমলকি হরিতকি বহেরা এলোভেরা আলকুশি দিয়ে নাটোর ঔষদি গ্রামের মোস্তাফা কামাল তেরি করেছেন রোগ প্রতিরোধ বাড়ানোর। শারিরিক দূর্বলতা দূর করার জন্য ভেষজ হালুয়া। নাটোর ঔষধি গ্রামের ভেষজ ঔষধ কিনুন। জিনসন,অর্শগন্ধা,বীর্যমনি সহ সকল প্রকার ঔষধের কাজ জানুন।
----------
দোকান: নাটোর ভেষজ বাড়ি
আমির গঞ্জ বাজার লক্ষীপুর নাটোর
🛒 পাইকারি অর্ডার করতে যোগাযোগ করুন:-
মোঃ মোস্তাফা কামাল
☎ 01762760767
🚺নতুন ব্যবসায় ইচ্ছুক বেকারদের জন্য থাকছে বিশেষ সুযোগ।
1️⃣সারাদেশে কন্ডিশনে পাইকারি সেল দেয়া হয়।
2️⃣বিক্রি না হলে পরিবর্তনের সুযোগ।



নাটোর শহর থেকে ১০ কিলোমিটার পূর্বে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম নিয়ে গঠিত ঔষধী গ্রাম। ৮০০ পরিবারের হাজার ভেষজ চাষী কর্তৃক উৎপাদিত ২০ থেকে ৩০ মেট্রিক টন ঔষধি গাছ প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকায় কেনাবেচা হয়। স্থানীয়রা জানান, প্রায় ৪৫ বছর আগে নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে ঔষধি গাছের চাষ শুরু করেন আফাজ উদ্দিন।
পাশাপাশি কবিরাজি চিকিৎসাও শুরু করেন তিনি। এলাকার সবাই তাকে বলে আফাজ পাগলা নামে চেনে। তিনি নিজে ঔষধি গাছ চাষ করেই থেমে থাকেননি, অন্যদেরও অনুপ্রাণিত করেছিলে ভেষজ উদ্ভিদ চাষে। প্রথমে কেউ গুরুত্ব না দিলেও ধীরে ধীরে বুঝতে পারেন, এটি লাভজনক। পরে অন্যরাও চাষে যুক্ত হন।
এভাবে ঔষধি গাছের চাষ বাড়তে থাকে খোলাবাড়িয়া গ্রামে। মিসরি দানা, ভূঁইকুমড়া, আলকুচি, তুলসি, হরতকি, আমলকি, বহেরা, বাসক, ঘৃতকাঞ্চন, শতমূলী, শিমুল, অশ্বগন্ধাসহ প্রায় ১৪০ প্রকারের ঔষধি গাছের চাষাবাদ করা হয় এখানে। আজ এ গ্রাম সারা দেশে ঔষধি গ্রাম হিসেবে পরিচিত।

-----------------------------------------
দর্শক, এবং পাইকারি বিক্রেতার সন্ধানসহ কিছু ব্যবসায়ীক তথ্য দিতে চেষ্টা করেছি। আপনারা চাইলে এই ভিডিওটির স্ক্রিনে/ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করে অনলানেই পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করুতে পারবেন। আশাকরি দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ী এবং নতুন ব্যবসায় ইচ্ছুকদের উপকারে আসবে।

প্রিয় দর্শক,
সঠিক সন্ধান ও তথ্যের অভাবে প্রতিযোগীতা মূলক বাজারে ব্যবসায় কাঙ্খিত প্রফিট করা কিংবা নতুনদের জন্য ব্যবসা শুরু করাটা অনেকটাই কঠিন হয়ে যেতে পরে। আমাদের উদ্দেশ্য ব্যবসায়ি ও ব্যবসায় ইচ্ছুক বেকার ভাই-বোনদেরকে বিভিন্ন পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেটের সন্ধান ও কিছু ব্যবসায়ীক তথ্য দিয়ে সহায়তা করা। দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীগন যাতে একটু হলেও উপকৃত হতে পারে এবং বেকার ভাই/বোন কোন একটি ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারে।

----------------------------------------------
ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন:-
বিজনেস গার্ডেন চ্যানেলে ভিডিও তুলে ধরতে আমাদের জানাতে পারেন সরাসরি কল করুন।
Contact :☎ +8801828115555 WhatsApp (রাজশাহী)

show more

Share/Embed