Hand embroidery, nokshi katha stitch part-3,নকশিকাঁথা, নকশিকাঁথা সেলাই
Nokshi Katha Design Nokshi Katha Design
20.3K subscribers
1,744,881 views
10K

 Published On Jul 24, 2019

Another traditional nokshi katha, link    • হাসিয়া নকশিকাঁথা সেলাই, Nakshi kantha...   আজ আমি আরো একটি নতুন নকশি কাঁথার সেলাই শেখাবো।
সেলাই শিখতে চাইলে বেশ মনযোগ দিয়ে ভিডিও টি শেষ পর্যন্ত দেখতে হবে।

আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নকশি সেলাই এটা। সাধারণত নকশিকাঁথার পাড়ে বা বর্ডারে এই ডিজাইন টা ব্যবহার করা হয়।

এই নকশা টা কাথার পাড়ে ব্যবহার করলে কথার দৃশ্যটা চমৎকার হয়ে ওঠে।

ডিজাইন টা একটু কঠিন হবে, তবে আমার দেখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী সেলাই করলে, কঠিন কাজ টা খুব সহজে করে ফলতে পারবেন।

আর একটা বিষয়, আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না,
আর সবার আগে আমরা নতুন টিউটোরিয়াল দেখত চাইলে বেল বাটন টি বাজিয়ে দিবেন

show more

Share/Embed