Harmonium Tutorial || ওগো সুন্দর ওগো অনুপম(Ogo sundaro ogo anupamo)
Susanta Paul - Harmonium Tutorial Susanta Paul - Harmonium Tutorial
11.9K subscribers
2,541 views
84

 Published On Jun 17, 2020

কথা - আচার্য্যদেব শ্রীশ্রী দাদা
সুর - পুজনীয় বাবাই দাদা
তাল - কাহারবা(আটমাত্রা)

ওগো সুন্দর ওগো অনুপম সার্থক করো জীবনে,
তব রাতুল চরণে সপি মন প্রাণ পেয়েছি তোমারে এমনে।।

পারের কর্তা তোমার বার্তা ছুটিয়া চলেছে ভুবনে,
ওগো রসময় দাও বরাভয় সবারে সকল ক্ষণে।।

তুমি পরম সম্বল মোর বাঁধিয়া রেখেছো মম বাহুডোর
তোমার রাতুল চরণ দুখানি সম্বল তাই পরানে
দাও বরাভয় দুর করো ক্ষয় থাকো সদা মোর ধেয়ানে।।

স্বরলিপি পরিচয় :
শুদ্ধ স্বর কোমল স্বর

রে ঋ
গ জ্ঞ
ম ক্ষ(কড়ি ম)

ধ দ
নি ণ

মন্দ্র সপ্তকের চিহ্ন - নি্ ধ্ প্
মধ্য সপ্তকের চিহ্ন নেই - স রে গ ম প
তার সপ্তকের চিহ্ন - র্স র্রে র্গ র্ম

আচার্য্যদেব শ্রীশ্রী দাদার লেখা আরও গান শিখতে click করুনঃ
   • শ্রীশ্রী দাদার লেখা গানের স্বরলিপি( s...  

Please share the video &
SUBSCRIBE the channel.

show more

Share/Embed