03 Mins Motivation | Bengali Motivation Video | All that bitter is gold | তেতো ঔষধ । RJ Nilanjan
Nilanjan (নীলাঞ্জন) Nilanjan (নীলাঞ্জন)
9.71K subscribers
388 views
24

 Published On Premiered Feb 8, 2023

The root of Education are bitter, but fruit is sweet.
মিষ্টি ফলটা খেতে হলে তেতো শিক্ষাটা গিলতে হবে, এরিস্টটল বলেছিলেন।সময়ের সঙ্গে সঙ্গে এই অভিজ্ঞতা আমাদের কম বেশি সবার। অভিনেত্রী ইয়ামি গৌতমের একটা সাক্ষাৎকার পড়ছিলাম, যেখানে ইয়ামি কে জিজ্ঞেস করা হয়েছিলো ভিকি ডোনার, কাবিল, উরি এসবের পরে তো ফ্লপও হয়েছে, তা সেই সময় কি তার মনে নিজের উপর নিজের দক্ষতার উপর সন্দেহ তৈরি হয়েছিল? ইয়ামি বলছিলেন, ব্যর্থতা, সমস্যা আসতেই থাকে, সেখান থেকে যে অভিজ্ঞতা টা হয়, সেইটাই তার শক্তি।
একটা ক্লাসে দেখবেন অনেক ছাত্রছাত্রী থাকে, তাদের মধ্যে হয়তো কম প্রতিভার কেউ কেউ টিকে থাকে, প্রতিভাবান কেউ কেউ ছিটকে যায়। কেন এমন হয়? কারন ওই একই, শুরুর যে বিরক্তিকর নাছোড় দিনগুলো অনেকটা জেলের ঘানি টানার মতো, একই রকম ভাবে একই জিনিস করে যেতে হয়।ক্রিকেটারদের রোজ সকালে মাঠের চারদিকে দৌড়ের মতো, কারুর জিম যাওয়ার মতো বা কারুর ড্রিবল প্র্যাকটিসের মতো। কিন্তু করে যেতে হয়, ছেড়ে দিতে নেই। শুরুর সময়টা পেরিয়ে গেলেই আস্তে আস্তে ছাঁচের মধ্যে থেকে মূর্তির মতো একটা অবয়ব তৈরি হয়, তখন উৎসাহ বাড়তে থাকে।
অনেকটা নেটফ্লিক্স এর সিরিজ দেখার মতো, শুরুর এপিসোডগুলো কেমন একটা বোরিং লাগে, তার পরে ওই সিরিজটাই ছেড়ে ওঠা যায় না।
এফর্ট দেওয়াটা তেমনই। শুরুতে এফর্টটা দিতেই হবে। অঙ্কুর ওয়ারিকু বই এ লিখেছেন। জয়তী যেমন একটা ইন্টারভিউ তে বলেছিলেন, বাচ্চাদের গান শেখানোর জন্য শুরুর দিকে জোর করে হলেও নিয়ম করে গলা সাধাটা করাতেই হবে। হয়তো শুরুতে ওরা বুঝবে না, পালাতে চাইবে, কিন্তু এটা জরুরি। পরের দিকে বুঝবে এটা কতটা দরকারী ছিলো।
তাই যে সময়টায় টলোমলো পায়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন, যে সময় সূঁচে সুতোটা ফসকে যাচ্ছে, যে সময় হাত চলকে ডালটা টেবিলে ছড়িয়ে যাচ্ছে, সেই সময়টা ধৈর্য্য ধরার সময়, শেখার সময়, ভুলকে অভিজ্ঞতার ইরেজারে মুছে ফেলার সময়। ওই সময়টাকে পেরিয়ে গেলে, দাঁতে দাঁত চিপে ওই সময়টাকে সহ্য করলে, একটু অপেক্ষা করলে ওই সময়ের সঞ্চয়টা আপনাকে যে ডিভিডেন্ড টা দেয়, সেটা অমূল্য...
অভিজ্ঞতার তেতো ওষুধটাকে উপভোগ করুন...

#Motivation #bengalimotivation #audiomotivation #bengalimotivationalvideo

show more

Share/Embed