আমিতো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবিই। বাউল শিল্পী ছোট খালেক দেওয়ান। আবদুস সাত্তার মোহন্ত শাহ গীতি
Baul song,Manik Dhali Baul song,Manik Dhali
36.3K subscribers
119 views
3

 Published On Jan 3, 2024

বাউল শিল্পী ছোট খালেক দেওয়ান ভাইয়ের কন্ঠে আমিতো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবিই।
গীতিকার ও সুরকার মরমী বাউল কবি সুফি সাধক আবদুস সাত্তার মোহন্ত শাহ্ (রহঃ)।
**********************************
মহা মিলনের মহতী জলসা।
কদমপুর দরবার শরীফ কেরানীগঞ্জ।।
অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার।
মহা মিলনের মহতী জলসা। সাধু সমাবেশ।
১৪ ই ডিসেম্বর ২০২৩ ইং
২৯ শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ।
হযরত দয়াল বাবা কদম আলী মস্তান (রহঃ) এর স্বরণে
"মহা মিলনের মহতী জলসা। (সাধু সম্মেলন)
মরমী সুফি সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ (রহঃ) এর নির্দেশ কর্মে, ঐরশজাত সন্তান,
গোলাম কিবরিয়া জেহাদ এর
আহ্বানে, রুহানি, ফায়েজ, রহমত বরকতের উদ্দেশ্যে
এক সুফি সমাবেশ এর আয়োজন করা হয়েছে।
আপনি, আপনারা সবাই আমন্ত্রিত।।
সন্ধ্যার পর থেকে অনুষ্ঠান শুরু হবে
সারা রাত্র ব্যাপি ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে।
সন্ধ্যার পর থেকে রাত্র ১০ পর্যন্ত.
তরিকার বিষয়ে আলোচনা, কোরআন তেলাওয়াত,
মিলাদ জিকির মাহফিল, এবং
মোনাজাত এর শেষে তোবারক বিতরণ।
রাত্র ১০ টা পড়ে।।
বাংলাদেশের স্বনামধন্য বাউল সঙ্গীত শিল্পীরা সারারাত ব্যাপী ভাব বৈঠকী বাউল সংগীত পরিবেশন করবেন।।।
স্থান:
কদমপুর দরবার শরীফ কেরানীগঞ্জ ঢাকা।
সাউথ টাউনের পাশে, ঢাকা জেলখানায় নিকটে।।

প্রয়োজন।
গোলাম কিবরিয়া
জেহাদ (মোহন্ত)
01711520467

মোঃ মানিক ঢালী
01766444208
আমিতো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবিই আছিসনী কেউ সঙ্গের সাথী সঙ্গেনী কেউ যাবি।
   • আমিতো মরেই যাবো,চলে যাবো রেখে যাবো সব...  

মরমী বাউল কবি সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ সাইজি" এই কালজয়ী গানের গীতিকার ও সুরকার

আমিতো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবিই আছসনী কেউ সঙ্গের সাথী সঙ্গেনী কেউ যাবী।।আমিতো মরে যাবো।।

(১) মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির ভির কেউবা আমায় মাটি দিতে হইবে অস্থির
আমায় দিবে মাটি-আমায় দিবে মাটি,
ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা,বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা।।
আমিতো মরে যাবো,

* মরে যাবো রেখে যাবো দুনিয়ার সম্পদ - এই সম্পদে ডেকে আনবে বিপদ আর আপদ, সম্পদ ভাগের জন্য  মনমালিন্য হবে ঝগড়া সূত্রপাত একজন করবে আরেকজনকে অপমান আঘাত।।
আমিতো মরে যাবো

* ভালো-মন্দ উপার্জনের গড়া এই সংসার ওরা- পাপ-পূর্ণের  ধার ধারে না শুধুই অংশীদার, আমি মরার পরে - আমি মরার পরে হিসাব করে দিবে - পাপের বোঝা অনন্তকাল বইবো আমি,
আমার পাপের সাজা।।
  আমিতো মরে যাবো

* গানের ছন্দে মনানন্দে মাথা ঝুলাও তালে
বুঝলিনা জীবন্ত মানুষ লিখকে কি বলে
তোমাদের হাতে ধরি , তোমাদের হাতে ধরি,,
পায়ে পড়ি,বেঁধে নাও ছামান,,
সাধক মোহন্ত কয় পার ঘাটাতে ভয়ংকর নিদান।।
আমিতো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবিই আছিসনী কেউ সঙ্গের সাথী সঙ্গেনী কেউ যাবী,,আমিতো মরে যাবো ।।

।সকলের কাছে আকুল আবেদন করছি।
মরমী সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ সাঁইজি
যে ভাবে গানটি লিখেছেন,এই ভাবে যদি আপনারা গানটি পরিবেশন করেন,তাহলে সাধকের লেখা ও শ্রোতাদের সোনা সার্থক হবে।।।

প্রচারে মোঃ মানিক ঢালী।।
সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ সাঁইজির
একজন নগন্য ভক্ত হিসেবে আকুল আবেদন রইল।
আপনাদের সকলের প্রতি।।।

একটি সুখবর সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ (মোহন্ত গীতি দ্বিতীয় খন্ড যদি সংগ্রহ করতে যান
যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।।
01766444208
মোঃ মানিক ঢালী
01913720811
মোঃ মানিক ঢালী
01711520467
(জেহাদ মোহন্ত)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

তুমি যদি না করো দয়া-কেমন করে প্রাণে বাঁচি- আজ বড় আশা করে -দয়াল তর দরবারে হাত তুলেছি

* আমার পাপে দেহ জড়োজড়ো-
তুমি যদি না ক্ষমা করো - উপায় বা-কি,
তুমি বিনে নাই দরদী তোমার প্রানে চেয়ে আছি।।

* বড় আশা করে তুলেছি হাত-
কবুল করো-এই মোনাজাত - ও দরদী
শূন্য হাতে ফিরাইওনা কাঙ্গাল হয়ে দাঁড়িয়েছে।

* সাধক মোহন্তের মন পাপে ভরা,
   তাইতো ডাকে দাওনা সারা ও দরদী
   একবার এসে যাও দেখিয়া-কি হালে তে বেঁচে আছি।
আজ বড় আশা করে-তোর দরবারে হাত  তুলেছি,,
তুমি যদি না করো দয়া কেমন করে প্রানে বাচি,, আজ বড় আশা করে,দয়াল তোর দরবারে হাত তুলেছি

এই গানটির গীতিকার ও সুরকার মরমী বাউল কবি সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ সাঁইজি।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

দ্বার খুলে দাও দয়াল আমি তোমার-
দয়ার ভিক্ষারী,
আমারে তারাইয়া দিও না দয়াল-
আমি আজ কাতরে বিনয় করি।।
আমি তোমার দয়ার ভিক্ষারী।।
দ্বার খুলে দাও দয়াল
আমি তোমার দয়ার ভিক্ষারী।।

* ভিক্ষারী আজ খাড়া দরোজায়
তোমার অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমায়
জানি কত কাঙ্গাল-তোমার কৃপায়
ঐ ধনের অধিকারী।।

* ছিলাম-আছি- থাকবো চির কাল
  কি চাই আমি জান তুমি-
  আমি কি ধরনের  কাঙ্গাল,
  যদি তুমি থাকতে আমার এই হাল
কেমনি সহ্য করি।

* এই ভাবে আর কাঁদাবে কত
  স্মরণে চরণে রেখ দয়াল প্রতি মুহূর্ত
  (কবে) আমায় নাম ধরে ডাকবে মোহন্ত
   পরো - পারের কান্ডারী।।
দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিক্ষারী আমারে তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি।

এই গানটির গীতিকার ও সুরকার মরমী বাউল কবি সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏   / @baulsongmanikdhali7698  

🙏জয় হোক আহলে বায়াতের
🙏জয় হোক পাক পাঞ্জাতনের
🙏জয় হোক অলি আউলিয়াদের
🙏জয় হোক সুফি বাদের
🙏জয় হোক ইলমে তাসাউফ
🙏 জয় হোক সকল মানবতার
‌🙏সকল দরদীদের প্রতি আমার
‌🙏হৃদয়ের গভীর থেকে ভালোবাসার সালাম শ্রদ্ধা রইল ‌এবং সকল দরদীদের প্রতি আমার ভালোবাসার প্রেমময় ভক্তি শ্রদ্ধা রইল।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ইয়া রাসূল আল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
🕋🕋🕋🕋🕋🕋🕋
ইয়া হাবীব আল্লাহ্ (সা:) মুসকিল কোশা।
ইয়া মাওলা আলী (রা:) মুসকিল কোশা।
ইয়া মা ফাতেমা (রা:) মুসকিল কোশা।
ইয়া হাসান (রা:) মুসকিল কোশা।
ইয়া হোসাইন (রা:) মুসকিল কোশা।

ইয়া আহলে বায়াত মুসকিল কোশা।
ইয়া গাউসে পাক (রহ:) মুসকিল কোশা।
ইয়া খাজা গরীবে নেওয়াজ (রহ:) মুসকিল কোশা।
ইয়া ইয়া মুর্শিদ হযরত কদম শাহ্ বাবা (রহ:) মুসকিল কোশা।
ইয়া মুর্শিদ মরমী সূফি সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ বাবা (রহ:) মুসকিল কোশা।
🙏 🙏🙏 💖🌹🖤🙏🙏🙏

show more

Share/Embed