কনক্রিট ব্লক : সবুজ বাণিজ্যের দোয়ার খুলছে বাংলাদেশ !! Concrete Bricks Industry in Bangladesh
Bioscope Entertainment Bioscope Entertainment
1.71M subscribers
63,073 views
964

 Published On Jan 27, 2023

ক্রমবর্ধমান আবাসন চাহিদার কারণে দেশের আবাসন শিল্প একটি বড় শিল্পে পরিণত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের ৮ শতাংশ জিডিপি আসে এ শিল্প থেকে। সারা দেশেই প্রচুর পাকা দালান নির্মিত হচ্ছে। দিনে দিনে দেশীয় নির্মাণসামগ্রীর ওপরও নির্ভরশীলতা বাড়ছে। আর সেই তালিকায় নতুন সংযোজন কংক্রিট ব্লক। মাটি পোড়ানো লাল ইটের পরিবর্তে নির্মাণকাজে এখন দেদার ব্যবহার হচ্ছে এটি। সনাতন লাল ইট পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তাই পরিবেশ বাঁচাতে ২০২৫ সাল থেকে সনাতন লাল ইটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা আছে সরকারের। ইতি মধ্যেই বিটিআই হোল্ডিং, কনকর্ড গ্রুপ অব কোম্পানি, মীর সিরামিক, মেঘনা গ্রুপ, এসিআই, রূপায়ন গ্রুপ, ইস্টার্ন হাউজিংসহ বেশ কিছু প্রতিষ্ঠান এ কাজে সম্পৃক্ত আছে। অর্থনৈতিক ও পরিবেশের জণ্য কংক্রিট ব্লক কতটা গুরুত্বপূর্ণ? কংক্রিট ব্লক কি ভাবে যাত্রা শুরু করলো? বাংলাদেশে দৈনিক কি পরিমান ব্লক উৎপাদন হয়? তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক,

show more

Share/Embed