Sri Sri Kaibalyadham ( শ্রীশ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম )
Sri Sri Rashasthali Sri Sri Rashasthali
155K subscribers
305,713 views
2.6K

 Published On Feb 17, 2018

আপনাদের সবাইকে শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমে স্বাগতম।
এই ধাম/আশ্রমটি হইল একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে যে কোনো ধর্মবিশ্বাসী মানুষ বা একেবারেই বিশ্বাস নাই এমন মানুষ ও প্রতিফলিত হইতে, প্রশ্ন করিতে, আলোচনা শুনিতে, প্রার্থনা করিতে, গান গাহিতে/ শুনিতে, ধ্যান বা জ্ঞান অথবা নিজেকে পর এর সেবায় উত্সর্গ করিতে আসেন।

শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব হইলেন এই আশ্রমের অভিভাবক। মরভূমের বিষম বিপাক হইতে স্ব্গণকে উদ্ধ্বার করিয়া নিবার জন্যই লোকালয়ে প্রকট হইয়াছিলেন ভগবানের অবতার পরম দয়াল শ্রীশ্রী রামঠাকুর। নরদেহে আবির্ভূত হইয়া জীবের পরম হিতৈষীর মূর্ত্তিতে স্বগণের গৃহে গৃহে, নিকটে নিকটে ঘুরিয়া সকলকে একান্ত আপন জন হিসাবে আকর্ষণ করিয়া প্রাণের ডোরে নিত্য সত্য ভগবৎপদে গাঁথিয়া নিয়াছেন; অনিত্য সংসারের ভ্রান্ত আসক্তি হইতে উদ্ধারের পথে টানিয়া লইয়াছেন।

শ্রীশ্রী গুরুদেব অনাদি, অনন্ত। প্রকটলীলা সংবরণ করিয়া ভক্ত হৃদয়ে তিনি ‘নাম’ রূপে নিত্য বিরাজ করিতেছেন, চিত্রপটে নিত্য অধিষ্ঠিত রহিয়াছেন এবং নামের ভান্ডারে নিত্য প্রতিভাত থাকিয়া কৈবল্যধামে সর্ব্বকালের কৃপ্রার্থীর আশ্রয় বিধান অব্যাহত রাখিয়াছেন। শ্রীগুরুর স্মরণ মননে প্রেরণার উত্স স্বরূপ হইতে এখানি আশ্রিতবর্গের সহায়ক হইবে বলিয়া মনে করি।
~-~~-~~~-~~-~
Please watch: "Bhagavad Gita Bangla- Chapter 1, শ্রীমদ্ভগবদ গীতা, Gita Path, Bhagvad Gita In Bengali Chapter 1"
   • Video  
~-~~-~~~-~~-~
“গুরু”

গুরুকে ভজনা বা পূজা করিলে সর্ব্বদেবতাকে পূজা করা হয় ও সর্ব্বদেবতা তুষ্ট হন।

গুরুর আশ্রয় লইয়া সর্ব্বদা থাকিতে হয়।

গুরুর কার্য্য সমালোচনা করার ক্ষমতা কাহারও নাই।

গুরু ও ‘নাম’-এ কোন প্রভেদ নাই।

গুরুর আদেশই একমাত্র আদেশ।

গুরু সর্ব্বজ্ঞ ও সর্ব্বদর্শী।

গুরু-তীর্থ কৈবল্যধামে গ্রমন ও কামশ্রীকুণ্ডতে স্নান করিলেই সর্ব্বতীর্থের ফল লাভ হয়।

গুরু-কৃপায় সবই লাভ হয়।

গুরুর আদেশ গুরুই দেন-অন্যে তাহা দিতেই পারেন না।

গুরুর আশ্রিত ব্যক্তিকে পাপ স্পর্শ করিতে পারে না।

গুরু পাত্রানুযায়ী বীজ বপন করেন।

গুরুর বীজ নিস্ফল হয় না।

গুরু-পদ সেবা অর্থে গুরুর আশ্রয় ভিক্ষা।

গুরুর পূজায় শুচি-অশুচি নাই।

প্রত্যেক অনু-পরমানু গুরুরই অংশ।
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
--------------------------------------------------------------------------------------------------
***Please watch: Ek Nam Sankritan/ এক নাম সংকীর্তন/ Harinaam Sankirtan
   • Ek Nam ‍Sankritan/ এক নাম সংকীর্তন/ H...  

***Please watch: Hare Krishna Maha Mantra, Kirtan/মহানাম সংকীর্তন/ISKCON
   • Hare Krishna Maha Mantra, Kirtan/মহান...  

***Please watch: কৈবল্য ভুবন/RAM THAKUR/কৃপাসিন্ধু শ্রী শ্রী রামঠাকুর/Sri Sri Kaibalyanath/Kaibalya Bhuban
   • কৈবল্য ভুবন/SRI SRI RAM THAKUR /কৃপাস...  

show more

Share/Embed