নূরলদীনের সারাজীবন (এ্যানিমেশনের দ্বারা বর্ণিত)|Nuruldiner Sara Jibon by Syed Shamsul Haque
Nirob Bangla Nirob Bangla
27.5K subscribers
55,284 views
1.5K

 Published On Jan 4, 2022

এই ভিডিওটিতে #নূরলদীনের_সারাজীবন নাটকটিকে এ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে নাটকটির প্রেক্ষাপট, চরিত্র ও মূল কাহিনী।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, #সব্যসাচী অভিধায় অভিষিক্ত #সৈয়দ_শামসুল_হকের (১৯৩৫-২০১৬) মঞ্চনাটক ‘#নূরলদীনের_সারাজীবন’।

কাব্য, নাটক, ইতিহাস, জীবনী ও কল্পনার মেলবন্ধনে রচিত হয়েছে নাটক ‘নূরলদীনের সারাজীবন’।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল, তা থেকে উত্তরণের জন্য 'নুরুলদীনের' মতো একজন আপোষহীন নেতার নেতৃত্ব কামনার্থে সৈয়দ হক ইতিহাস থেকে তুলে এনেছেন রংপুরের কৃষকনেতা নূরলদীনকে।
____________________________________________
নাটকটির প্রেক্ষাপট :

নূরলদীন রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ-সাম্রাজ্যবাদবিরোধী কৃষক নেতা। ইতিহাসে নূরলদীনের নামটি নিয়ে নানা বিতর্ক আছে। কৃষকের ওপর শোষণ-নির্যাতন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ১৭৮২-৮৩ খ্রিষ্টাব্দে সংঘটিত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নূরলদীন। প্রসঙ্গত, ১৭৫৭ সালে পলাশীর নামমাত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা গ্রহণ করে। কোম্পানি রাজস্ব আদায়ের জন্য শুরু করে অমানবিক শোষণ-অত্যাচার। ফলে ওই বছর ১১৭৬ সনে ঘটে যায় বাংলার ইতিহাসের কলঙ্কজনক ঘটনা, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। নানা তথ্যমতে জানা যায়, এ-দুর্ভিক্ষি বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোক না খেয়ে মারা যায়। ইংল্যান্ডের হাউস অব লর্ডসে এ-ঘটনা ব্যাপক সমালোচিত হয়। সে-পরিপ্রেক্ষিতে ওয়ারেন হেস্টিংস ১৭৭২-৭৩ থেকে কোম্পানির রাজস্ব আদায়ের স্বত্ব চুক্তিতে বিক্রি করতে শুরু করেন। এভাবেই রাজা দেবীপ্রসাদ সিং ১৭৮১-৮৩ খ্রিষ্টাব্দে অবিভক্ত বাংলার রংপুর-দিনাজপুরের রাজস্ব আদায়ের স্বত্ব পান। ডিমলার জমিদার গৌরমোহন চৌধুরীকে সঙ্গে করে রাজস্ব আদায়ের নামে কৃষকদের ওপর শুরু করেন ভয়ংকর অমানবিক শোষণ-অত্যাচার। দরিদ্র প্রজাগণ গরু-বাছুর-সম্পত্তি এমনকি স্ত্রী-পুত্র বিক্রি করেও দেবী সিংয়ের নিষ্ঠুরতা থেকে রেহাই পান না। কৃষকদের জেলে পাঠানো হয়। সহায়-সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ধরে এনে চাবুক মারা হয়। কুঁড়েঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। অনেকে মহাজনের দ্বারস্থ হয়ে ভিন্নভাবে নিঃস্ব হন, মরতে বসেন। বন-জঙ্গলে পালিয়ে যান কেউ কেউ। নারীদের ওপরও চালানো হয় অকথ্য অত্যাচার। অনেককে জেলে পাঠানো হয়। কৃষককুল তাদের লাঙল, বলদ, বাড়িঘর – একে একে সব হারাতে থাকেন। এমন নির্মম পরিস্থিতিতে নূরলদীনের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ কৃষকরা নূরলদীনের নেতৃত্বে প্রথমে দেবী সিংহের অত্যাচার বন্ধ ও অন্যান্য দাবি পূরণের জন্য রংপুর কালেক্টরেট গুডল্যান্ডের কাছে দাবি জানান। গুডল্যান্ড দাবি না মানায় নিপীড়িত কৃষকদের মধ্যে বিদ্রোহ দানা বাঁধে। কৃষকনেতা নূরলদীনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, দাবি মেনে না নিলে দেবী সিংকে খাজনা দেবেন না কৃষক। শুরু হয় বিদ্রোহ। অনেকে নূরলদীনকে নবাব হিসেবেও আখ্যায়িত করতে থাকেন। জাতপাত নির্বিশেষে রংপুরের কাজিরহাট, কাকিনা, ফতেপুর, ডিমলা প্রভৃতি স্থানের গরিব মানুষ নুরুলদীনের নেতৃত্বে বিদ্রোহ চালিয়ে যান। দেবী সিং ও গুডল্যান্ড সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বে রংপুরে সেনা পাঠান। এই বাহিনী পথে পথে বিদ্রোহীদের বাধার সম্মুখীন হন এবং রক্তক্ষয়ী যুদ্ধ লিপ্ত হয়ে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়। এ-বিদ্রোহ টিকে ছিল মাত্র পাঁচ সপ্তাহ। নূরলদীনের বাহিনী মোগলহাটের ইংরেজ ঘাঁটিতে আক্রমণ চালায়। মোগলহাট ও পাটগ্রামের অসম লড়াইয়ে লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ডের নেতৃত্বাধীন কোম্পানি বাহিনীর হাতে ২১ ফেব্রম্নয়ারি শহিদ হন নূরলদীন। নূরলদীন ব্রিটিশ বাহিনীর সামনে বেশিদিন টিকতে পারেননি সত্য; কিন্তু নূরলদীন যে মুক্তি, জাগরণের বীজ বপন করে গিয়েছিলেন তা ব্রিটিশ উপনিবেশের শাসন থেকে আজকের স্বাধীনতা অর্জনে প্রেরণা জুগিয়েছে।

নাট্যকার সৈয়দ শামসুল হক বলেন, ‘যে জাতি অতীত স্মরণ করে না, সে জাতি ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। এই কাব্যনাট্যটি লিখে ফেলবার পর আমার আশা এই যে, এই মাটিতে জন্ম নিয়েছিলেন এমন যে সব গণনায়কদের আমরা ভুলে গিয়েছি তাদের আবার আমরা সম্মুখে দেখব এবং জানব যে, আমাদের গণআন্দোলনের ইতিহাস দীর্ঘদিনের ও অনেক বড় মহিমার, সবার ওপরে, উনিশ শো একাত্তরের সংগ্রাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিহাস থেকে আমি পেয়েছি নূরলদীন, দয়াশীল ও গুডল্যাডকে; কল্পনায় আমি নির্মাণ করে নিয়েছি আববাস, আম্বিয়া, লিসবেথ, টমসন ও মরিসকে। নূরলদীনের আত্মা ও প্রেরণা আমি ইতিহাসের ভেতর থেকে সংগ্রহ করেছি, তাঁর ব্যক্তিগত জীবন ও মানসিক সংকট আমি সম্ভবপরতার ক্ষেত্র থেকে আবিষ্কার করে নিয়েছি।’ (‘নাট্যগ্রন্থের ভূমিকা’)
____________________________________________
#কাব্যনাট্য (#Verse_drama) কাকে বলে ?

কবিতা ও নাটকের সংমিশ্রন হলো নাট্যকাব্য। সহজভাষায় কোনো নাটকের সংলাপকে কবিতার ছন্দে লেখা হলে সেই নাটককেই কাব্যনাট্য বলে।
____________________________________________
00:00 উপন্যাসটির প্রেক্ষাপট
00:40 গ্রন্থ পরিচিতি
00:55 চরিত্রগুলো বিশ্লেষণ
01:28 চরিত্র সমূহ
02:40 মূল কাহিনী

___________________________________________


#Nuruldiner_Sara_Jibon_by_Syed_Shamsul_Haque
#Syed_Shamsul_Haque
#Nuruldiner_Sara_Jibon
#নূর_উদ্দিন_বাকের_মোহাম্মদ_জং
#নূর_উদ্দিন_মোহাম্মদ_বাকের_জং
#রংপুরের_কৃষক_বিদ্রোহ_১৭৮৩
#নুরুলদীনের_সারাজীবন
কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক
#HSC #syed_shamsul_haque bangla books pdf
#সৈয়দ #শামসুল #হক #pdf
________________________________________
background music from this channel :   / moodvideos-creativebackgroundmusic  

And music is --    • Relaxing Music for Sleep, Meditation ...  
Fair use is a use।
#hsc #university_admission_news_2023
#du_admission_2023 #ju_admission
#ucc #du_admission_result
#BD
#national_university_examination

show more

Share/Embed