ককাটেল পাখি পালন পদ্ধতি ও দাম ,মাসে লক্ষাধিক টাকা আয়।
দীপ্ত রেজা-Dipto Reza দীপ্ত রেজা-Dipto Reza
24.3K subscribers
20,723 views
520

 Published On Mar 26, 2022

ককাটেল পাখি পালন পদ্ধতি ও দাম ,মাসে লক্ষাধিক টাকা আয়।ককাটেল পাখি পালন ওদাম মাসে লক্ষাধিক টাকা আয় আজকের এপিসোড কথা বলবো একজন ককাটেল ব্রিডার হুমায়ুন হিমুর সঙ্গে তো চলুন আর দেরি না করে আমরা মূল এপিসোড প্রবেশ করি হুমায়ুন কোভিদ হিমু প্রত্যন্ত গ্রামাঞ্চলের যুবক সে সর্বপ্রথমে ২জোড়া রানিং ককাটেল কিনে পাখি পালন শুরু করেন।কিন্তু তেমন ব্রিড না করার কারনে হিমু সাফল্য অর্জন করতে পারে নি।পরে আবার ২ জোড়া ককাটেল পাখির বাচ্চা কিনে আবার পালন শুরু করেন।দীর্ঘ দের বছর পরে সে ব্রিডিং এ সফলতা পান। তার পরে ধীরে ধীরে বড় আকারে খামার শুরু করেন।এখন তার খামারে ৪৫ জোড়া ককাটেল পাখি আছে।ককাটেল পাখির খাবার হিসাবে তিনি চীনা,সূর্য মুখির বীজ,কাউন,মিলেট,কেনারী,ওটস,ধান,ছোলা দিয়ে থাকেন।তিনি আরও বলেন যে বাচ্চার গ্রোথ ভালো ও ব্রিডিং এর জন্য ছফট ফুড ককাটেল পাখি কে দিয়ে থাকেন। পাখির রোগ ব্যাধি সম্পর্কে হিমু বলেন যে,ককাটেল পাখির তেমন কোন রোগ নেই বললেই চলে।তবে শীত কালে ঠান্ডা জাতীয় রোগে পাখি বেশি আক্রান্ত হয়।পাখির বাচ্চা হাড়ি কিংবা বক্সে মারা যায় এ সম্পকে হিমু বলেন যে,পাখির বাচ্চা মারা যাওয়ার একটা কারণ হল শীত কালে বক্স এর আদ্রতা।আর গরম কালে তাপ মাত্রা।তিনি বলেন যে, আমরা একটি ভুল করে থাকি যে, আমরা ঘড়ের আদ্রর্তা থার্মোমিটার দিয়ে মেপে থাকি।কিন্তু বক্সে কত আদ্রতা থাকে সেটা মাপি না।তিনি আরও বলেন যে আমাদের আমাদের উচিৎ বক্সের আদ্রতা নির্নয় করা।যদি কম বা বেশি হয় তাহলে কিছু কৌশল অবলম্বন করে তা ঠিক করা যায়।তিনি আরও বলেন যে ককাটেল পাখির বাচ্চা মারা যাওয়ার আর একটি পরজীবি দ্বার।তা হল ক্যাংকার বা টাইকোমনোসাস। ক্যাংকার সম্পর্কে হিমু বলেন যে, প্রথমত পাখি কম খাবার খাবে।বুক শুকিয়ে যাবে এবং পাখির বাচ্চা ধীরেধীরে মারা যাবে। এ রোগের প্রতিকার সম্পর্কে হিমু বলেন যে, পাখির খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।ধুলা বালি মুক্ত পরিস্কার খাবার পাখিকে দিতে হবে। বেকার যুবক ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের উদ্দের্শে বলেন যে, লেখা পড়ার পাশাপাশি পাখি পালন করলে ক্ষতিকর মোবাইল গেমও মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজেকে রক্ষা করা যায়। সর্বশেষে সবার সু স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নেন।

প্রিয় দর্শক
আপনার আশে পাশে কোন উদ্দ্যোক্তা,খামার,খামারি যদি থেকে থাকে তাহল আমাদের দেয়া মোবাইর নং যোগাযো করুন।আমরা তুলে ধরব তাদের সফলতার গল্পো কথা।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা।
দীপ্ত রেজা
মোবাইল নং ০১৭২৫০৯২৯৪৫
০১৩০৩১২২১৪২
ধন্যবাদ

show more

Share/Embed