ত্বীন চাষি রানার কান্নার অবসান। কৃষি ভাই।
কৃষি ভাই কৃষি ভাই
21.7K subscribers
79,631 views
1.3K

 Published On Feb 25, 2022

স্বল্প সময়ে অধিক লাভ তাই গরু বিক্রি করে ত্বীন ফলের চাষ করেছেন রানা। গাছে ফল এসেছে। প্রতিনিয়তই গাছেই পাকছে ফল। ঝরে পড়েছে মাটিতে। কিছু ফল পোকায় খাচ্ছে। কিছু শুকিয়ে যাচ্ছে। বিক্রি হচ্ছে না ত্বীন ফল। কোরানে বর্ণিত ত্বীন ফলের অনেক পুষ্টিগুন থাকলেও বাংলাদেশে এ ফলের বাজার সৃষ্টি হয়নি। এছাড়া কিভাবে এ ফল সংরক্ষণ করা যায় তাও জানা নেই চাষীদের। এমন পরিস্থিতি তুলে ধরার পর কিছুদিন অনলাইনে ফল বিক্রি করতে পেরেছিলেন রানা। কিন্তু এক বার যে ফল নিচ্ছেন সে আর দ্বীতিয় বার নিচ্ছেন না। কারণ ফল পচেঁ যাচ্ছে। মর্ডান এগ্রোফর্মের স্বত্ত্বাধিকারী আজম তালুকদার রানার বাগানে এসে ২ বছরের ফল ক্রয় করার আশ্বাস দিলেও এক কেজি ফলও তিনি ক্রয় করেননি। তাই ফল বিক্রি করতে না পারায় রানা রাগে ক্ষোভে দু:খে ত্বীন ফলের গাছ কেটে ফেলেন।
====================================================
ত্বীন ফলের চাষ # ত্বীন ফল # ত্বীন ফল বিক্রি নেই # ত্বীন ফল চাষে সর্বনাশ
ত্বীন চাষীর কান্না

show more

Share/Embed