৫ লাখের বনসাই, তিন লাখের ফল গাছসহ যা আছে বৃক্ষমেলায় । Bijoy TV
BIJOY TV BIJOY TV
1.29M subscribers
1,175 views
0

 Published On Jul 4, 2024

পাঁচ লাখ টাকার বনসাই কিংবা তিন লাখ টাকার ফল গাছের দাম শুনে অনেকেই বিস্মিত হতে পারেন। তবে তা দেখা যাচ্ছে জাতীয় বৃক্ষমেলায়।
এবারের মেলায় ১২০টি স্টলের মাধ্যমে ৮০টি প্রতিষ্ঠান দেশি-বিদেশি ২ শতাধিক প্রজাতির গাছ নিয়ে ক্রেতা দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে। গাছ ছাড়াও সার, মাটি, কীটনাশক, ল্যান্ডস্কেপ ডিজাইন, টব বা গাছ রাখার বিভিন্ন আসবাবপত্রও বিক্রি করা হচ্ছে মেলায়।
রাজনধানীর নানা প্রান্ত থেকে মেলায় ছুটে আসছেন বৃক্ষপ্রেমিরা। কেউ অফিস থেকে ফেরার পথে আবার কেউ পড়ন্ত বিকেলে ঘুরতে আসছেন মেলায়।
এবারের মেলায় বাড়তি নজর কাড়ছে বনসাই, খেজুরসহ কিছু গাছ। ফলে বিক্রেতারা এসব গাছের দামও হাকাচ্ছেন বেশি।
অন্যদিকে, স্টল মালিকরা বলছেন, সেভাবে জমে ওঠেনি বেচাকেনা। প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। তাই মেলায় আগত ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশ কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা তাদের।
গত ৫ জুন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা প্রাঙ্গণ।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

show more

Share/Embed