ভারতের চেন্নাইয়ে গিয়ে কিভাবে চিকিৎসা করাবেন, কোথায় থাকবেন, কী খাবেন || Treatment in Chennai
Salahuddin Sumon Salahuddin Sumon
2.08M subscribers
2,810,697 views
38K

 Published On Oct 26, 2022

চেন্নাই। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর। একইসাথে এটি দেশটির চতুর্থ বৃহত্তম মেট্রোপলিটান সিটি। ৩৬৮ বছরের পুরনো এই শহরের আগের নাম মাদ্রাজ। দীর্ঘকাল ধরে মাদ্রাজ তথা চেন্নাই চিকিৎসা শাস্ত্রে বেশ এগিয়ে রয়েছে।
এ কারণে প্রতিদিন এশিয়া মহাদেশ তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য এখানে ছুটে আসে মানুষ।
ভালো ডাক্তার দেখানো, রোগ নির্ণয় এবং সেই অনুযায়ী চিকিৎসার পাশাপাশি আরোগ্য লাভের হার বিবেচনায় ব্যয় বহুল হলেও বাংলাদেশ থেকে প্রতিদিনই বহু রোগী আসেন চেন্নাইয়ে।
চেন্নাই চিকিৎসা নিতে এসে যাতে আর সামান্যতম সমস্যায় পড়তে না হয়, সেজন্যই তৈরি করছি আজকের ভিডিও।

Contact :
[email protected]

#treatment #chennai #india

show more

Share/Embed