বাজরিগার পাখি পালন ও দাম | Budgerigar Bird Rearing In Bangla | Budgerigar Pakhi Palon Poddoti
grow life grow life
372K subscribers
1,676,883 views
23K

 Published On Jul 7, 2021

বাজরিগার পাখি পালন ও দাম | Budgerigar Bird Rearing In Bangla | Budgerigar Pakhi Palon Poddoti
বাজরিগার পাখি পালন পদ্ধতি
এই কনটেন্ট এ আপনি জানবেন কিভাবে বাজরিগার পাখি পালন করতে হয় এবং বাজরিগার পাখির দাম কত, এছাড়া কিভাবে বাজরিগার পাখির ব্রিডিং করাতে হয়, এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে, কিভাবে বাজরিগার পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতিমাসে বাজরিগার পাখি কত টাকার খাবার খায় এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি এক জোড়া বাজরিগার পাখি কিনতে চান এবং নতুন সেটাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতে বলে দেব।

সাধারণত বাজরিগার খুবই চঞ্চল প্রজাতির একটা পাখি এরা খুব সহজে পোষ মানে না। তবে সঠিক ট্রেনিং পেলে এরা খুব সুন্দর পোষ মানে এবং টেম করা পাখি হিসেবে এরা সব সময় আপনার সাথে সাথে থাকবে । বাজরিগার পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশন এর জন্য এক জোড়া পাখি রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়।

বাজরিগার পাখির পালন পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম
প্রাকৃতিক ভাবে বাজরিগার পাখির ব্রিডিং এর জন্য উদ্বুদ্ধ হয় যখন খাবারের প্রাচুর্যতা থাকে।
এজন্য বাজরিগার পাখি প্রকৃতিতে দিন যখন বড় হয় এবং পাখির সারাদিন ঘুরে তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে পারে তখন এরা গাছের উপর বাসা তৈরি করে। এবং ডিম দেয় ‌।
অপরদিকে ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে বাজরিগার পাখি কে মাঝারি আকৃতির খাঁচা দিতে হবে। বাজরিগার এর জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে ১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি । তবে আরও বড় খাচা ব্যবহার করলে আরো ভালো ।
এছাড়া বাজরিগার পাখির খাঁচার ভেতর একটি করে কাঠ অথবা বাসের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। এছাড়া বাজিগার পাখির খাঁচার ভেতর একটা পানির পাত্র একটা খাবারের পাত্র একটা গ্রিড এর পাত্র দিতে হবে। এবং এ পাত্র গুলোকে সব সময় খাবার পানি দিয়ে রাখতে হয় । বাজরিগার পাখির খাচার ভেতর এদের ডিম পাড়ার জন্য একটি করে হারি ঝুলিয়ে দিতে হবে। হাড়ের ভেতরের ফাঁকা থাকবে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর মাঝে মাঝে এই হাদিসগুলো থেকে পাখির মল গুলো পরিষ্কার করে দিতে হবে।
বাজরিগার পাখি পালন করলে এদের খাঁচা গুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম। এছাড়া বারান্দায় রাখতে পারলে আরো ভালো।

বাজরিগার পাখি পালন পদ্ধতি বাজরিগার পাখির দাম, বাজরিগার পাখি পালন পদ্ধতি, বাজরিগার পাখি কোথায় কিনতে পাওয়া যায়, বাজরিগার পাখি পালন পদ্ধতি, বাজরিগার পাখির খাঁচার সাইজ, বাজরিগার পাখির খাবার, বাজরিগার পাখির খাবার খরচ, বাজরিগার পাখির প্রজনন, বাজরিগার পাখির ব্রিডিং

show more

Share/Embed