ধন্যধন্য বলি তারে • ইতি বয়াতি | DHONNO DHONNO BOLI TARE • ETI BOYATI • LALONGITI
Baultola Baultola
29.3K subscribers
1,386,147 views
5.8K

 Published On Jul 9, 2019

আমাদের দেহ, মন ও এর প্রতিপালন! একটু ভাবলেই আমরা বিস্মিত হই এর সৃষ্টিসাধনের অপার মহিমায়। ফকির লালন সাঁইজির দেহতত্বের এই বাণীতে সৃষ্টিকর্তা ও তার সৃষ্টিকর্মের প্রতি এক প্রগাঢ় ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ উঠে এসেছে। কুষ্টিয়ার কুমারখালির ‘ইতি বয়াতি’র কণ্ঠে গড়াই নদীর পাড়ে কোনও এক গাছতলায় বসে গনটি শুনে চঞ্চল হয়ে উঠেছিল আমাদের মন, ভাব ও প্রেমবোধ।

ধন্য ধন্য বলি তারে
বাণী ও সুরঃ ফকির লালন শাহ
কণ্ঠঃ ইতি বয়াতি

ধন্য ধন্য বলি তারে।।
বেঁধেছে এমন এক ঘর
শূন্যের উপর পোস্তা করে।।
(ঘরের) সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
(ঘরের) মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
(ঘরের) উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

show more

Share/Embed