ইমামের বেতন নিয়ে বাস্তবমুখি শর্ট ফিল্ম | Akib Ahmed | Akib Islamic TV
Akib Islamic TV Akib Islamic TV
4.09M subscribers
1,046,652 views
14K

 Published On Jul 22, 2022

মসজিদের ইমাম পাল্টানো খুবই সহজ
কিন্তু কমিটিতে থাকা সুদখোর ঘুষখোরদের পাল্টানো অনেক কঠিন।
.
লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদের বহু উন্নয়ন হলেও অনেক জায়গায় এখনও ইমামরা অবহেলার পাত্র হয়েই বছরের পর বছর পার করে দিচ্ছেন। উপযুক্ত বেতন না পেয়ে তারা নানান ধর্মীয় অবৈধ কাজে যুক্ত হচ্ছেন। যেমন: দোয়া করিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এই কর্মগুলো ইসলাম সমর্থন করে না। কিন্তু ইমামদের বেতন কম হওয়ার ফলে তারা এমন কাজটি বেছে নিয়েছে ইনকামের রাস্তা হিসেবে এমন বহু চিত্র আমাদের সমাজে আছে।
.
বর্তমান প্রত্যক মসজিদে ইমাম+মুযাজ্জিনের বেতন নিয়ে এমনটা করা হয়, বিশেষ করে গ্রাম্য মসজিদে একটু বেশী দেখা যায়।
মসজিদের কমিটি আর মুসল্লিরা মনে করেন অল্প বেতন দিয়ে ইমামকে ঠকিয়ে তারা জিতে যাচ্ছেন। আসলে তা নয় বরং ক্ষতি যা হওয়ার আপনাদেরই হচ্ছে। যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতের আশায় নামাজ পড়েন এ বিষয়টি তিনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না।
আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ-মাহফিলের আয়োজন করেন। কোনো সন্দেহ নেই এটা খুব ভালো কাজ। কথা হল, এক রাত ওয়াজের বিনিময়ে যদি একজন ওয়ায়েজকে লাখ লাখ টাকা দিতে পারেন, তাহলে যে ইমাম সারা বছরই আমাদের পাশে থাকেন, সুখে-দুঃখে যার কাছে গিয়ে দোয়া চাই, তাকে কেন সম্মানজনক কোনো বেতন দিতে পারছি না।
তাকে যদি ভালো বেতন দিই তাহলে তিনি যেমন প্রশান্ত মনে নামাজ পড়াতে পারবেন তেমনি আমাদের নামাজও আরও বেশি কবুলিয়াতের যোগ্যতা অর্জন করবে। অনেক মুসল্লিই কাঁচুমাচু হয়ে হুজুরকে বলেন, হুজুর! আপনাকে যোগ্য সম্মানী দিতে পারছি ন। মনে কষ্ট নেবেন না। আরও নানা কথাবার্তা। আসলে এগুলো লোকদেখানো ছাড়া আর কিছুই না।
দুনিয়ার সব আপনি করতে পারছেন, এখন যদি একসিডেন্ট করেন বা মেয়ের বিয়ে দিতে যান এক টাকার জায়গায় একশ’ টাকা খরচ করবেন হাসি মুখে; শুধু ইমামের প্রাপ্য বেতনটুকু দিতেই আপনার গলা শুকিয়ে যায়! কে বলে আপনাকে মসজিদে এসে নামাজির বেশ ধরতে? আপনি কেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদ দখল করে বসে আছেন?
এসব যে নির্বাচনে জেতার জন্য, সমাজের চোখে ভালো মানুষ সাজার জন্য একটি জাল সার্টিফিকেট মাত্র- তা মানুষ ঠিকই বোঝে। তাই সময় থাকতে সাবধান হয়ে যান। ইমামকে তার সম্মানী বুঝিয়ে দিন। নয়তো আল্লাহর আদালতে পার পাওয়ার সুযোগ নেই।
.
নাটকের কোন মুহূর্তটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন ডায়লগটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করুন!

business inquiries:
[email protected]

Instagram -   / akib_ahemed  
Facebook Page-   / stuntakibahemed  
Facebook-   / stunt.riderakib  

show more

Share/Embed