রান্নার গ্যাস সিলিন্ডার ও ওভেনের বিষয় কিছু না জানা কথা অবশ্যই জেনে রাখুন / Lpg Cylinder Sefety Tips
EVERYTHING RECORDED EVERYTHING RECORDED
27.7K subscribers
3,176 views
58

 Published On Mar 1, 2019

রান্নার গ্যাস সিলিন্ডার ও ওভেনের বিষয় কিছু না জানা কথা
Lpg Cylinder Sefety Tips :
..............................................
গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় সতর্কতা
1. গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় তার ওজন সঠিক আছে কিনা দেখেনিন ।
2. গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় সিলিন্ডারের মুখে রাবারের ভালভ রয়েছে কিনা দেখে নিন ।
3. গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ কিনা দেখে নিন ।
4. মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার হলে সেটি নিতে অস্বীকার করুন ।
..................................................
গ্যাস সিলিন্ডার ও ওভেন কিভাবে বা কোথায় রাখবেন
1. গ্যাস সিলিন্ডার এবং ওভেনের মধ্যে দূরত্ব ন্যূনতম ১ থেকে ২ ফুটর মধ্যে হওয়া উচিত ।
2. কখনই সিলিন্ডার উপরে আর ওভেন তার থেকে নীচে রেখে রান্না করা উচিত নয় ।
3. সবসময় ওভেন উপরে ও সিলিন্ডার তার থেকে নীচে রাখা উচিত ।
4. গ্যাস সিলিন্ডার কখনও কোনো বদ্ধ জায়গায় রাখা উচিত নয় ।
5. আবার এমন জায়গাতেও সিলিন্ডার রাখা উচিত নয় যেখানে সরাসরি বৃষ্টির জল ও রৌদ্র এসে পড়ে ।
6. ইলেকট্রিক বোর্ড বা কোনো ইলেকট্রিক পয়েন্টের পাশে সিলিন্ডার রাখা উচিত নয় ।
7. সিলিন্ডারকে সবসময় সোজা অবস্থায় রাখুন মাটিতে ফেলে রাখবেন না ।
8. গ্যাস সিলিন্ডার কে এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করার জন্য ট্রলি ব্যবহার করুন । কখনই তাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবেন না ।
9. গ্যাস সিলিন্ডার কে কখনই গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবেন না ।

..........................................................................
সেফটি পাইপ

1. সাধারন কোনো সেফটি পাইপ কখনই কিনবেন না । এটি ইঁদুরের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে ।
2. সেফটি পাইপ ক্রয় করার সময় ISI মার্ক দেখে তবেই কিনবেন ।
3. প্রত্যেক দু-বছর অন্তর সেফটি পাইপ অবশ্যই বদল করবেন ।
4. প্রত্যেক দিন রান্নার শেষে একটি ভিজে কাপড় দিয়ে সেফটি পাইপ টি পরিস্কার করে নেবেন । তবে পরিষ্কার করতে সাবান বা সার্ফের জল ব্যবহার করবেন না ।
5. প্রত্যেক দিন রান্নার সময় লক্ষ্য করবেন যে সেফটি পাইপ টি যেন কোনো গরম বস্তু বা ওভেনের সাথে সংযুক্ত না থাকে ।
...............................................................................
গ্যাস সিলিন্ডার লিকেজ হলে কি করবেন ।
1. গ্যাস সিলিন্ডার ও ওভেনের সুইচ অফ করে দিন ।
2. গ্যাস সিলিন্ডার থেকে প্রেসার রেগুলেটর খুলে তাতে সেফটি ক্যাপ লাগিয়ে দিন ।
3. রান্না ঘরের সব জানালা ও দরজা খুলে দিন ।
4. রান্না ঘরে থাকা যে কোনো আগুন নিভিয়ে দিন ।
5. রান্না ঘরের ইলেকট্রিক সুইচে হাত দেবেন না । তাকে অন বা অফ অবস্থাতেই রেখে দিন ।
6. গ্যাস কোম্পানির হ্যাল্পলাইন নম্বরে ফোন করে সাহায্যের আবেদন করুন ।

...............................................................
#lpgsafetytips #lpgcylinder

show more

Share/Embed