তুমি কোন বা দেশে রইলা
GANER SUKH PAKHI GANER SUKH PAKHI
139 subscribers
9,797 views
49

 Published On Aug 29, 2024

তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান।।

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিবো
আমি সঁইপা দিবো আমার মন ও প্রাণ
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান।।

দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির জাল
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান।।

যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে।
তুমি সেই মতো উড়াইলা আমার প্রাণ।
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান।।

গানটির গীতিকারঃ পরাণ ফকির
সুরকার: নবীন চন্দ্র রাজবংশী
এই গানটি প্রথম গেয়েছিলেন ইন্দ্রমোহন রাজবংশী ১৯৭৪ সালে। সে গান হয়তো আজ আর খুঁজে পাওয়া যাবে না।পরবর্তীতে বিমান চন্দ্রের গাওয়া গানটি বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়।তবে যুগের সাথে সাথে গানের বাণীর পরিবর্তন হয়েছে ।কারণ পরাণ ফকিরের গানের তেমন কোন বই নাই যা দেখে সঠিক বাণী নির্ণয় করা যায়।

show more

Share/Embed