18 ধরনের সেরা জবা, খুব কম পরিচর্যা করে গড়ে তুলছেন নতুন বাগানী শিপ্রা দি/New Hibiscus plant care/
Green Friends Green Friends
431K subscribers
56,547 views
1.3K

 Published On Oct 17, 2020

#Hibiscus_plant_care

জবা কাজ আমরা যতই সহজ বলি না কেন জবা গাছ নিয়ে আমাদের সমস্যার কোনো সমাধান পায়না

আজ এই কাছে প্রবলেম তো কাল ওই গাছের প্রবলেম সমস্যা সব সময় লেগে থাকে। তাই নতুন বাগানি শিপ্রা দি কিভাবে পরিচালনা করছে তার নতুন গাছগুলিকে নিয়ে সেটাই আর জেনে নেব এই ভিডিওতে।

আর কিছুই নয় জবা গাছ প্রথমত খাবার পছন্দ করে যে খাবার পছন্দ করে সে শিখর বেশি ছাড়বে পাতা বেশি সারবে তাই বছরে এক থেকে দু'বার আপনি পটিংকরতে পারেন।তাতে গাছের হেলথ ভালো থাকবে হেলথ ভালো থাকলে আমরা খুব সহজেই ভালোভাবে গাছ করতে পারব।

বাগান করতে গেলে সমস্যা থাকবে তবে একটু চোখ কান খোলা রেখে যদি পোকাগুলোর থেকে আমরা আমাদের কাজগুলোকে বাঁচাতে পারি তাহলে খুব সহজেই আমরা এগিয়ে যেতে পারবো।

সপ্তাহে চারদিন খাবার দিন।
চারদিন নিম তেল স্প্রে করুন।
একটা ভিটামিন অনুখাদ্য ব্যবহার করুন যেকোন হতে পারে।
মাটি বালি ভার্মি কম্পোস্ট সমানভাবে নিন এক মুঠো নিম খোল এক চামচ ট্রাইকোডার্মা দিয়ে গাছ বসান

গাছ সম্পূর্ণ রৌদ্রতে এখন টবের মাটি সকালে তবে জল দিন।

হেল্প করা কি আনন্দ সেটা এই গ্রুপ থেকে আপনি জানতে পারবেন তাই এই গ্রুপের লিংক দিয়ে রাখলাম নিচে বেশকিছু ভিডিও লিংক দিয়ে রাখলাম যেগুলো বাগান কড়তে গেলে আপনাদের অনেকটাই সুবিধা হবে।


আপনি চাইলে শুধু সবজি পচা জল দিয়ে বাগান করতে পারেন অসুবিধা হবেনা ফলমূল-সবজি সব কিছুই দেখতে পাবেন শুধু সপ্তাহে দুবার খেতে দিলেই হবে।।



কিছু ভিডিও লিংক দিয়ে রাখলাম ও আমাদের ফেসবুক গ্রুপের লিংক দিয়ে রাখলাম
https://www.facebook.com/groups/28651... আপনার বাগানের সুবিধা-অসুবিধা তুলে ধরুন আমাদের সাথে সেই জন্যই এই গ্রুপের লিংক দেওয়া হল কোন রকম অসুবিধা রাখবোনা বাগান করতে গেলে আপনাদের কথা।


○কিছু ভিডিওর লিংক দিয়ে রাখলাম যেগুলো আগে দেখেনি সেগুলো দেখে নেবেন এখান থেকে    • কাকদ্বীপে ছাদের উপর সব্জির বাগান, দেখ...  




Shipra Adhikary Shaw
Ranjit Kumar Shaw
Brace bridge jinjira bazarKorta amar office theke ferar pothe gach tob sar sob e ene den . 1ta gach dia suru kore aj amar 100 upore gach. Tai tar sohojogita chara amar ai bagan korar somvob hoto n।Lohar rack o bania diachen 3t Open chade lohar rack a rekechilam. R borshakal a polyshed kore diyechilo apnar dada


Thank you ☺️
SAMAR SARDAR GREEN FRIENDS

show more

Share/Embed