মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি বন্যা কবলিত সীতারামপুরের মানায়।
News Bengal 365 News Bengal 365
1.24K subscribers
50 views
0

 Published On Sep 26, 2024

মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি বন্যা কবলিত সীতারামপুরের মানায়।

নিউজ বেঙ্গল 365, বড়জোড়া: মাইথন পাঞ্চেৎ জলাধার থেকে ডিভিসির ছাড়া জলে এবং নিম্নচাপ জনিত ব্যাপক বৃষ্টি এই জোড়া ফলায় এরাজ্যের নিম্ন দামোদর এলাকার জেলা গুলিতে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। বাঁকুড়া জেলার মেজিয়া, বড়জোড়া ও সোনামুখী ব্লকের দামোদর সংলগ্ন মানাচর গুলিও প্লাবিত হয়। সেই জল সম্পূর্ণ নামতে না নামতে ফের বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফলে দামোদরের আপার ভ্যালিতে ভারী বৃষ্টি হলে ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়লে পুনরায় মানাচর গুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। সেকারেন আগেভাগে সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন বন্যা কবলিত বড়জোড়ার সীতারামপুর মানা পর্যবেক্ষণে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি সীতারামপুর মানায় গিয়ে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিলেন। ৫ টি ত্রাণ শিবির তৈরি রেখেছেন। প্রয়োজনে দুর্গতদের সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সেই ত্রাণ শিবির গুলিও খতিয়ে দেখেন বিধায়ক।
ডিভিসি ও রাজ্য সরকারের মধ্যে যে চাপান উতোর চলছে তাতে ডিভিসি বারবারে জানিয়েছে রাজ্যকে না জানিয়ে এক বালতি জলও ছাড়ে না ডিভিসি। এছাড়াও দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটিতে রাজ্যের দুই প্রতিনিধি সহ সিদ্ধান্ত নিয়ে জল ছাড়া হয় এবং ন্যূনতম ৬ ঘন্টা আগে রাজ্যকে জানানো হয়। এরপরও বিধায়ক অলক মুখার্জি বলেন, 'ডিভিসি না বলে জল ছাড়ার ফলেই আমার জেলার একটা অংশ যেমন প্লাবিত হয়েছে তেমনি নিম্ন দামোদর অববাহিকার জেলা গুলিতেও বন্যা হয়েছে'। তিনি বলেন, 'নিম্নচাপের জলে তেমন কিছু ক্ষতি হয়নি। পাঞ্চেৎ ও মাইথন থেকে ডিভিসি ইচ্ছাকৃত ভাবে জল ছেড়ে বাংলাকে ভাসিয়েছে। যাতে বাংলার দুর্নাম হয় সেই চেষ্টা করছে ডিভিসি'। পাশাপাশি তিনি এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নাম না করে তীব্র সমালোচনা করে বলেন, 'এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছেন তার কাছ থেকে ভালো পরিষেবা পাবেন বলে। কিন্তু তাঁর ভোটাররা বন্যার জলে ভাসছেন। গৃহহারা হয়েছেন। আর তাঁর (সৌমিত্রর) দেখা নেই। শুনছি তিনি এখন বিদেশ ভ্রমণ করছেন। কিন্তু অসহায় মানুষ গুলোর পাশে সেই দিদিই আছেন'।
#newsbengal365 #Bankura #DVC

show more

Share/Embed