সিঙ্গার আসল এবং নকল মেশিন কিভাবে চিনবেন ?? || How to identify genuine and fake Singer machines
Engineer Raju Engineer Raju
14.3K subscribers
63,473 views
871

 Published On Mar 6, 2023

সিঙ্গার আসল এবং নকল মেশিন কিভাবে চিনবেন ?? || How to identify genuine and fake Singer machines
বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য বাজারে রয়েছে। প্রথম দেখায় কোনটি আসল পণ্য আর কোনটি নকল পণ্য তার মধ্যে পার্থক্য করা বেশ কঠিন।
এ প্রতিবেদনে আসল এবং নকল পণ্যের মধ্যে পার্থক্য বুঝার সহজ কিছু উপায় তুলে ধরা হলো।সিঙ্গার সেলাই মেশিন বাংলাদেশে সব থেকে জনপ্রিয় মেশিন। এই মেশিন যেমন জনপ্রিয় তেমন এই মেশিনের নকলেও বাজার ছয়লাব। তাই এই মেশিন কেনার সময় কিছু শতর্কতা অবলম্বন করে আসল মেশিন কিনবেন।

এই মেশিনের ডান সাইডে সোনালী কালারের পিতলের মনোগ্রাম থাকবে।

আসল সিঙ্গার সেলাই মেশিনের নিচের দিকে খোদাই করে সিঙ্গার লেখা থাকবে, নিচে লেখা থাকবে মেড ইন চায়না।

এছাড়া নিচে আরও ২টি রডে খোদাই করা সিংগার লেখা থাকবে।

প্রত্যেক মেশিনে সিরিয়াল নাম্বার থাকবে।
____________________________________

আশা ভিডিওটি বুঝতে কোন সমস্যা হবে না আর যদি বুঝতে কোনো ধরনের Problem হয় তাহলে comment করে অবশ্যই জানাতে ভুলবেন না।

সেলাই মেশিনের খুটিনাটি নানান সমস্যা মেকানিক্যাল ছাড়াই কাজটি আপনি করে ফেলুন। আমাদের ভিডিও টি দেখে আপনি মুটামুটি মেকানিকেল হতে পারবেন যা আপনার মেশিন আপনি সমাধান করে পকেটের টাকা বাচাতে পারবেন & আপনার হাতের কাজও শিখা হলো টাকাও বাচলো ।

Facebook Page link:  / engineerrajus  
Facebook Group:  / 187620120628312  

সেলাই মেশিনের মিটার লাফাচ্ছে:   • সেলাই মেশিনের মিটার লাফাচ্ছে || Sewin...  
সেলাই মেশিনে কি তৈল দিবেন:   • সেলাই মেশিনে কি তৈল দিবেন || Sewing M...  
কাপড় কুঁচকে যায় ।। নিচের সেলাই খারাপ হয়:   • কাপড় কুঁচকে যায় ।। নিচের সেলাই খারা...  
সেলাই করলে সেলাই হয় না:   • সেলাই করলে সেলাই হয় না || (Sewing doe...  
বাটারফ্লাই আসল এবং নকল মেশিন কীভাবে চিনবেন ??:   • বাটারফ্লাই আসল এবং নকল মেশিন কীভাবে চ...  
ফাঁকা ফাঁকা সেলাই হয় ।। নিচের সেলাই খারাপ হয়:   • ফাঁকা ফাঁকা সেলাই হয় ।। নিচের সেলাই খ...  
নিচের সেলাই খারাপ হচ্ছে এখনি সুন্দর করুন:   • নিচের সেলাই খারাপ হচ্ছে এখনি সুন্দর ক...  
সিঙ্গার আসল এবং নকল মেশিন কিভাবে চিনবেন ??:   • সিঙ্গার আসল এবং নকল মেশিন কিভাবে চিনব...  
সুই রড আটকে গেছে ।। উঠা নামা করছে না:   • সুই রড আটকে গেছে ।। উঠা নামা করছে না ...  
নিচের সেলাই সুন্দর করুন:   • নিচের সেলাই সুন্দর করুন II sewing mac...  
উপরের সেলাই সুন্দর করুন:   • উপরের সেলাই সুন্দর করুন(How to make t...  

show more

Share/Embed