নার্গিসের শেষ চিঠি নজরুলকে/শিমুল পারভীন/মৌসুমী ঘোষ দাস/কাল্পনিক পত্রকাব্য/Shimul pervin/mousumi
ইচ্ছেকথায় Mousumi Ghosh Das ইচ্ছেকথায় Mousumi Ghosh Das
3.35K subscribers
140,189 views
1.6K

 Published On Sep 10, 2020

এটি একটি কাল্পনিক পত্রকাব্য

নার্গিস আসার খানম- বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রথম স্ত্রী। তাঁর আসল নাম ছিল সৈয়দা খাতুন। '#নার্গিস' নামটা নজরুল ইসলামের ভালবেসে দেওয়া।
কবি নজরুলের সাথে কুমিল্লার দৌলতপুরে এক বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় সৈয়দার। প্রথম দেখাতেই দুজন দুজনাকে মন দিয়ে ফেলেন। ইরানি এক সাদা গুল্মপুষ্পের নামে কবি তার নাম দিলেন নার্গিস।
নজরুল সেই দৌলতপুরে বসেই নার্গিসের প্রেমে হাবুডুবু খেতে খেতে ১৬০টি গান এবং ১২০টি কবিতা রচনা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কবিতাগুলো হলো ‘বেদনা-অভিমান’, ‘অবেলা’, ‘অনাদৃতা’, ‘পথিক প্রিয়া’, ‘বিদায় বেলা’ প্রভৃতি।
দীর্ঘ দু’মাসের আবেগঘন প্রেমের পর ১৩২৮ বঙ্গাব্দের ৩ আষাঢ় সুন্দরী, সুকন্ঠী নার্গিসকে বিয়ে করেছিলেন কবি। কিন্তু নার্গিসের সঙ্গে তাঁর বিবাহ মিলনের পূর্ণতা পায়নি।
বিয়ের রাতে নজরুলকে দেনমোহর ২৫ হাজার টাকা আর ঘরজামাই থাকার শর্ত আরোপ করা হয় নার্গিসের অভিভাবকদের পক্ষ থেকে। নজরুল ঘরজামাই থাকার তীব্র বিরোধিতা করে বিয়ের রাত না ফুরাতেই নার্গিসকে ছেড়ে বিবাহস্থল ত্যাগ করেন। নার্গিসকে বলে গিয়েছিলেন শ্রাবণ মাসে ফিরবেন। কিন্তু কত কত ‘শাওন আসিল ফিরে সে ফিরে এল না।’
এ ঘটনার তিন বছর পরে কবি নজরুল আশালতা সেনগুপ্তকে বিবাহ করেন। বিয়ের পর আশালতার নাম রাখেন প্রমিলা।
প্রেম নাকি কবিমানসের প্রধান প্রেরণা। আর তাই নজরুলের জীবনে প্রেম এসেছিল বারবার—কখনো ঝড়ের মতো, কখনো নিভৃতে। প্রমিলাকে বিয়ে করার পরও তাঁর জীবনে এসেছিলেন রানু সোম, ফুজিলাতুন্নেসা। কিন্তু কবি আর কোনদিন প্রথম স্ত্রী নার্গিসের কোন খোঁজখবর নেওয়া তো দুর, নার্গিসের সাথে দেখাটুকু পর্জন্ত করেন নি।
নজরুল যে আর কখনো তাঁর কাছে ফিরবেন না, এই সোজাসাপ্টা হিসাবটা বুঝে নিতে নির্বোধ মেয়েটির মানে নার্গিসের সময় লেগেছিল ১৬ বছর।
চির বিরহীনি নার্গিস অন্য কোন সম্পর্কে না গিয়ে, মাত্র দুই মাসের প্রেম ও এক দিনের পরিণয়ের স্মৃতি নিয়ে দীর্ঘ ১৬ বছরের দুঃসহ অপেক্ষার রাত কাটিয়েছেন।
১৬ বছর পর তাঁদের আনুষ্ঠানিক ভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর ১৯৩৮ সালের ১২ ডিসেম্বর নার্গিসের দ্বিতীয় বিয়ে হয় কবি আজিজুল হাকিমের সাথে।
সেই বিয়ের দিন সকালে কবি #নজরুল_ইসলামের একটি শুভেচ্ছা বার্তা আসে নার্গিসের হাতে। বিয়ের সংবাদ শুনে নজরুল ‘পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরানপ্রিয়’ গানটি লিখে পাঠিয়েছিলেন। সঙ্গে ছিল একটি চিরকুট, তাতে লেখা ছিল,
‘জীবনে তোমাকে পেয়ে হারালাম, তাই মরণে পাব এই বিশ্বাস ও সান্ত্বনা নিয়ে বেঁচে থাকব।’

কাল্পনিক এই পত্রকাব্যখানি লিখেছেন #শিমুল_পারভীন।
কন্ঠে #মৌসুমী_ঘোষ_দাস#
শুনুন, এবং পাঠ কেমন লাগলো- মতামত জানিয়ে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন 🙏🙏🙏।

শিমুল পারভীনের আরও কবিতা শুনতে লিংক দিলাম 👇
   • বনলতা সেনের না বলা কথা জীবনানন্দ দাশক...  


   • রানুর চিঠি ভানুদাদাকে / Lady ranu Muk...  


   • শিমুল পারভীনের পত্রকাব্য নার্গিসের শে...  


https://www.facebook.com/watch/?v=806...

অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার করুন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাঁরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন 🙏

channel link- -    / @mousumighoshdas4143  

   / @melodiouspresentation6113  

কাজী নজরুল ইসলামের কবিতা 'মা' / কন্ঠে মৌসুমী ঘোষ দাস /MA by Kazi Najrul Islam/Mousumi Ghosh Das
contact me
Mail id -
[email protected]

[email protected]



facebook page link-   / বাচনিক-909591512561205  


Google blog link
https://www.blogger.com/blogger.g?tab...


Twitter link

Take a look at Mousumi Ghosh Das (@MousumiGhoshDa6): https://twitter.com/MousumiGhoshDa6?s=09

show more

Share/Embed