জাতীয় ফল আম না হয়ে কেন কাঁঠাল হলো? Bijoy TV
BIJOY TV BIJOY TV
1.29M subscribers
4,813 views
0

 Published On Jul 5, 2024

আমাদের দেশে কাঁঠাল যেমন সুপরিচিত ফল তেমনি আমও। এমনকি আমকে বলা হয় ফলের রাজা। তাই প্রশ্ন উঠতেই পারে, জাতীয় ফল আম না হয়ে কাঁঠালই কেন হলো?

যে কোনো দেশের জাতীয় ফুল, ফল ইত্যাদি নির্বাচনের ক্ষেত্রে এমন জিনিস বাছাই করা হয় যেই জিনিসটি ওই দেশে অনেক বেশি পরিমাণে আছে এবং যেটির সঙ্গে সবাই পরিচিত। সেই হিসেবে জাতীয় ফল হওয়ার বিবেচনায় কাঁঠাল আর আম কিন্তু একই কাতারে পড়ে। তারপরও কাঁঠালই পেয়েছে জাতীয় ফলের তকমা।

মূলত আমাদের দেশে কাঁঠাল চেনে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আবার কাঁঠালগাছের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। পাকা কাঁঠাল তো দারুণ সুস্বাদু। কাঁচা কাঁঠালও রান্না করে খাওয়া যায়। কাঁঠালগাছের পাতা ছাগলের সবচেয়ে পছন্দের খাদ্য। আবার কাঁঠালগাছের কাঠও বেশ উন্নতমানের। এসব কারণে কাঁঠালের পরিচিতি সেই সুপ্রাচীন কাল থেকেই।

এজন্যই কাঁঠালকে জাতীয় ফলের মর্যাদা দেয়া হয়েছিল। এ ক্ষেত্রে আমের কথাও আসতে পারত। কিন্তু আগে থেকেই আম ভারতের জাতীয় ফল হিসেবে থাকার কারণে এই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। তবে আমকে জাতীয় ফল হিসেবে নির্বাচন করা না হলেও আম গাছকে কিন্তু জাতীয় বৃক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে।

তবে যাই হোক না কেন, ফলের রাজা আম আর জাতীয় ফল কাঁঠাল দুটোই কিন্তু অত্যন্ত সুস্বাদু।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

show more

Share/Embed