কাব্য নাট্য কথোপকথন। কবি শাহনাজ পারভীন মিতা। ধ্রুব বাগচী ও কালো ভ্রমর। দেশ পত্রিকা। Desh Patrika
Desh Patrika Desh Patrika
663 subscribers
301 views
17

 Published On Jul 20, 2023

কাব্য নাট্যঃ কথোপকথন
কবি শাহনাজ পারভীন মিতা
কন্ঠঃ ধ্রুব বাগচী ও কালো ভ্রমর
সম্পাদনাঃ কালো ভ্রমর
আবহ সঙ্গীতঃ অনলাইন থেকে সংগৃহীত

কাব্য নাট্য। কথোপকথন। কবি শাহনাজ পারভীন মিতা। কন্ঠঃ ধ্রুব বাগচী ও কালো ভ্রমর। দেশ পত্রিকা। Desh Patrika

{{ কথোপকথন }}

শাহনাজ পারভীন মিতা

(হ্যালো পারমিতা
কেমন আছো তুমি!
চুপ করে আছো , কথা বলো প্লিজ । )পুরুষ কন্ঠ ।

(শুনছি তোমার কন্ঠস্বর
অনুভবে তোমায় শুনতে পাই,
গভীর অনুরণনে প্রেমের গভীরে
হাজার হাজার মাইল, দূর থেকে দূরে ।
তোমার দুটি হাত স্পর্শ করে না আমায়
তোমাকে স্পর্শি আমি হৃদয় মন্দিরে !

কখনও মনে হয় তোমার হৃদয় আকাশে
আমি সন্ধ্যা তারা হই তারপর শুকতারা,
সারারাত তুমি আমি দুজন
চোখের পলকে দিশাহারা ।)নারী কন্ঠ

(হা ,হা , বোকা মেয়ে
তুমি দেখো ,দেখো তোমার দুটি হাত ছুঁয়ে
ওখানে স্পর্শ আমার ভালোবাসার
আমার রাতজাগা চাঁদ তোমার কথা বলে।

যে বাতাস বয়ে যায় তোমার
খোলা বেলকোনির কার্নিশ ছুঁয়ে,
মাধবীলতার পুস্প মন্জুরে
দোল খেলে প্রতিনিয়ত ।
সেখানে প্রেম আমার বয়ে চলে
অনুভবে অনুপম অবিরত ।)পুরুষ কন্ঠ

(কখনও তুমি ঢেউ হয়ে এসো
আমার হৃদয় সাগরে,
অবিরাম জলতরঙ্গে
ভাসিয়ে রাখো ডুবিয়ে দাও আমায়।)নারী কন্ঠ ।

(আমি প্রশান্তের গভীর জলে
ভাসিয়ে রেখেছি হৃদয় গভীর থেকে গভীরে,
দিয়েছি প্রেম ডুব সাগরে
এসেছো তুমি গহন অন্তরে।
তুমি ঢেউ হয়ে ভাসো
অনাবিল জীবন আনন্দে হাসো ।)পুরুষ কন্ঠ

(কত কত রাত জাগা তারা
নিভে যায় ভোরের রৌদ্দুরে,
দুটি প্রান জেগে পাখা মেলে
দিন রাত্রির মোহজালে ।) নারী ও পুরুষ মিলিত কন্ঠ ।

show more

Share/Embed