নতুন পাখি কিনে আনার পর করণীয়
শখের পাখি শখের পাখি
58.2K subscribers
25,287 views
761

 Published On Jan 30, 2023

নতুন পাখি কিনে আনার পর করণীয়
আমরা অনেকেই জানিনা নতুন পাখি কিনে আনার পরে কোন কাজগুলো করতে হবে। তাই আমরা নতুন পাখি কিনে এনে সাথে সাথে আমাদের সেটআপে দিয়ে দিই, অথবা আগে আমাদের বাসায় যেই পাখিগুলো ছিলো তাদের সাথে রেখে দেই। এটা একটি মারাত্মক সমস্যা।

নতুন পাখি কিনে এনে কখনোই জোড়া দিয়ে দেয়া ঠিক না। আবার নতুন পাখি এনে বাসার পাখির সাথে একসাথে রাখা ঠিক না। কারণ আপনি যে নতুন পাখিটি কিনে এনেছেন ওই পাখিটির কোন ভাইরাস জনিত রোগ সারতে পারে। এতে করে আপনার খামারের সমস্ত পাখি ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনারা অবশ্যই নতুন পাখি কিনে আনার পরে আলাদা রাখবেন। বাজরিগার পাখি পালন, বাজরিগার পাখি, লাভ বার্ড পাখি, কোকাটেল পাখি, ফিঞ্চ পাখি, bazzigar pakhi, budgerigar pakhi,budgies,lovebird, cocktiel,finches.

নতুন পাখিগুলোকে আলাদা রেখে পর্যবেক্ষণ করতে হবে এই পাখিগুলোর ভিতরে কোন রোগ বালাই আছে কিনা। এভাবে কিছুদিন পর্যবেক্ষণ করার পরে পাখিগুলোকে আপনি আপনার সেটআবে দিয়ে দিতে পারবেন। এবং নতুন পাখি কিনে এনে আরো একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে নতুন পাখিকে নিমপাতা সিদ্ধ পানি দিয়ে গোসল করাতে হবে। এতে যদি আপনার পাখিতে কোন ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেগুলো মারা যাবে। আর আপনার পাখিটি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাবে।

এছাড়া আপনাদের আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে পাখিকে কোন প্রকার সাবান জাতীয় জিনিস দিয়ে গোসল করানো যাবে না। এতে আপনার পাখিটি অসুস্থ হতে পারে। তাই আপনারা নতুন পাখি এনে অবশ্যই পাখিকে নিম পাতার গরম জল দিয়ে গোসল করাবেন। বাজরিগার, লাভ বার্ড,কোকাটেল, ফিঞ্চ সব পাখিগুলো একইভাবে আপনারা রোগ মুক্ত করতে পারবেন।
#নতুন_পাখি_কিনে_আনার_পরে_করনীয়
#budgies
#lovebird
#budgerigar
#বাজরিগার_পাখি
#কোকাটেল

show more

Share/Embed