MAYAR NODI KEMONE JABI BAIYA ( মায়ার নদী কেমনে যাবি বাইয়া ) HARMONIUM TUTORIAL || KD SARGAM
KD Sargam KD Sargam
71.1K subscribers
14,220 views
254

 Published On Dec 19, 2022

MAYAR NODI KEMONE JABI BAIYA ( মায়ার নদী কেমনে যাবি বাইয়া ) HARMONIUM TUTORIAL || KD SARGAM

lyrics

স্থায়ী
মায়ার নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া

প্রথম অন্তরা
ও নাইয়ারে ওই না নদীর আঁকে বাঁকে
কূমোর ওঠে ঝাকে ঝাকে ফাঁকে পেলে খাইবে ফেলিয়া
তুমি গুরু মন্ত্র কর্ণে নিয়া রে
এবার যাও না সাঁতার দিয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া

দ্বিতীয় অন্তরা
ও মাইয়ারে অষ্ট ইঞ্চি নদীর দিক
হাউস কাটা মাপে ঠিক
চার আঙ্গুলে যাওনা পাড়ি দিয়া
বেহুশিয়ারে বাইলে তরী রে মরবি হাবুডুবু খাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া

তৃতীয় অন্তরা
ও নাইয়ারে সেই না নদীর হূমোর ছাটে
পাড় ভাঙ্গিয়া পানি উঠে
কত সাধের বাগান গেল রে ভাসিয়া
বিবেক হলুদ গায়ে মাখিয়া রে লাফ দিছি যাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া

চতুর্থ অন্তরা
ও নাইয়ারে সেই না নদীর পিছল ঘাট
ছয় রমনি ধরছে ঠাট
তাদের রূপ দেখিয়া যাইওনা ভুলিয়া
তাদের রূপ দেখিয়া ভুইলা গেলেরে
মরবি হাবুডুবু খাইয়া
মায়া নদী কেমনে যাবি ভাইয়া

#harmoniumtutorial #kdsargam

Thanks For Watching

show more

Share/Embed