মারিচমারির জঙ্গলে (SCARY) - Midnight Horror Station |
Midnight Horror Station Midnight Horror Station
568K subscribers
228,624 views
8.6K

 Published On Premiered Jul 2, 2021

রহস্য, অলৌকিক, সাস্পেন্স!!
গল্পের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।

"শোনা যায়, এই দেবীর বাহন হল নেকড়ে। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় নাকি জেগে উঠত সে। তার জন্য মানুষের টাটকা রক্ত এনে দিত শিবা। সেই রক্তে স্নান করাত দেবীর বাহনকে। স্নান করে, রক্ত পান করে একবছরের জন্য আবার পাথরে পরিণত হত নেকড়ে। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ যখন মাঝ আকাশের দিকে যায়, দেবীর মন্দিরের চুড়ায় সরাসরি সেই জ্যোৎস্না পড়ে, তখনই জেগে ওঠে সেই নেকড়ে..."
বৈশালী দাশগুপ্ত নন্দীর ভয়ের গল্প - মারিচমারির জঙ্গলে।

কাহিনী - বৈশালী দাশগুপ্ত নন্দী

পাঠে - সায়ক আমান
রোহণ - সায়ক
হেমেনবাবু - তমাল
ম্যানেজার - রক্তিম
সুমিত - ম্যাক্স

পোস্টার ডিজাইন - কভারম্যান অভিব্রত
আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্ট - সায়ক
---------------------
Like us on Facebook -
  / ​  

Follow us on Instagram -
https://instagram.com/midnight_horror...

#SayakAman #mhs #midnighthorrorstation #horrorstory #suspense #bengaliaudiostory
#murdermystery

---------------------
Send Your Story at - [email protected]
Contact US - [email protected]
-------------------

#Midnight_Horror_Station
#ThrillerLand
#BIVA_Publication
#দেবযানী_ঘোষ_স্মৃতি_গল্প_প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় নির্বাচিত সেরা আঠাশটি গল্প নিয়ে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে "#আবছায়া_প্রথম_বর্ষ"।বিভা পাবলিকেশনের করা পোস্ট অনুযায়ী এই মহামারী পরিস্থিতিতে সবকিছু ঠিক থাকলে আগামী 31শে জুলাই এর মধ্যে আপনার বই হাতে পাবেন।

গত বছরের মতো এই বছরেও আমরা আনতে চলেছি #দেবযানী_ঘোষ_স্মৃতি_গল্প_প্রতিযোগিতা_দ্বিতীয়_বর্ষ_2021...

এবারেও প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পঁচিশ গল্প বই হয়ে আসবে বিভা পাবলিকেশন থেকে এবং প্রথম পাঁচটি গল্প পাঠ করে শোনান হবে বই পাবলিকেশনের আগেই মিডনাইট হরর স্টেশন ও থ্রিলারল্যান্ডের ইউটিউব চ্যানেলে।

এছাড়াও প্রতিযোগিতার প্রথম পাঁচজন বিজয়ীর জন্যে থাকছে নিম্নলিখিত পুরস্কার -

১. দেবযানী ঘোষের পরিবারের তরফ থেকে একটি মেমেন্টো।

২.
প্রথম পুরস্কার : 1500 টাকার গিফট ভাউচার।
দ্বিতীয় পুরস্কার : 1200 টাকার গিফট ভাউচার।
তৃতীয় পুরস্কার: 1000 টাকার গিফট ভাউচার।
চতুর্থ পুরস্কার : 750 টাকার গিফট ভাউচার।
পঞ্চম পুরস্কার : 500 টাকার গিফট ভাউচার।

গল্প পাঠানোর নিয়মাবলী:

১) সময়সীমা ; আজ 7ইজুন থেকে 15 ই জুলাই, 2021 রাত 12টা অবধি আপনারা গল্প পাঠাতে পারেন এই প্রতিযোগিতায় । গল্প পাঠানোর ঠিকানা - [email protected]
এই ই-মেল এড্রেস ছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রহণযোগ্য নয়।

২) গল্পের বিষয় ; গল্পটি বাধ্যতামুলকভাবে থ্রিলার, রহস্য, ভৌতিক, গোয়েন্দা, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, ইত্যাদি জঁরের অন্তর্গত হতে হবে।

৩) সম্পূর্ণভাবে মৌলিক ও অপ্রকাশিত লেখা দিতে হবে। অনুবাদ, কিংবা ‘ছায়া অবলম্বনে’ লেখা গল্প গ্রহণযোগ্য নয়। সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ বা গ্রুপে প্রকাশিত গল্প পাঠাবেন না।

৪) একজন লেখক একটি লেখাই দিতে পারবেন।

৫) প্রতিযোগিতা চলাকালীন লেখাটি অন্য গ্রুপ, পেজ, নিজের টাইমলাইন, কোন রকম সোশ্যাল কিংবা প্রিন্ট মিডিয়াতে দেওয়া যাবে না।

৬) গল্প প্রাপ্তমনস্ক হওয়া বাঞ্ছনীয়। তবে গল্পের মধ্যে অবাঞ্ছিত কিংবা বিতর্কিত রাজনৈতিক বা ধর্মীয় প্রসঙ্গ কিংবা অনর্থক অশ্লীলতা এসে পড়লে গল্পটি পত্রপাঠ বাতিল করা হবে।

৭) গল্পের শব্দ সংখ্যা অনধিক ছয় হাজার (৬০০০) হতে হবে। অনুগল্প, পরমানু গল্প, ফ্ল্যাশ ফিকশন কাম্য নয়। কিছু ক্ষেত্রে গল্পের প্রয়োজনে শব্দ সংখ্যা শিথিল করা হলেও দয়া করে উপন্যাস পাঠাবেন না।

৮) গল্পের শেষে লেখকের নিজের নাম, ঠিকানা, ও ফোন নম্বর থাকা আবশ্যক। অন্যথায় গল্পটি বাতিল করতে বাধ্য হব আমরা। যারা ছদ্মনামে লেখা পাঠাবেন তাদের ক্ষেত্রে আসল নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন। গল্প সিলেক্ট হলে আপনার ছদ্মনামেই গল্প প্রকাশিত হবে।

৯) গল্পের কেবলমাত্র ডক (.doc অথবা .docx) ফাইল পাঠাতে হবে। এছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রাহ্য হবে না।একান্ত ফাইল বানাতে না পারলে মেল বডি তে পাঠাবেন। কিন্তু কোনোভাবেই pdf ফাইল পাঠাবেন না। ই-মেইলের সাবজেক্ট লাইনে লিখতে হবে - দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা 2021

১০) বিজয়ীদের নাম ঘোষিত হবে 2021, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। এক্ষেত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

১১) কোন প্রবেশ মুল্য নেই। নতুন লেখকদের আত্মপ্রকাশ মঞ্চ হয়ে উঠতে পারাই আমাদের সার্থকতা।

১২) বিজয়ীদের নাম সমস্ত সোশাল প্লাটফর্মে ঘোষণা করা হবে। এছাড়াও তাদের টেলিফোন মারফত জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত গল্পগুলির কপিরাইট সংক্রান্ত নথিপত্র বিজয়ীদের নাম ঘোষণার পর আমরা সংগ্রহ করে নেব।

১৩) মিডনাইট হরর স্টেশনে আপনারা আমাদের সবসময়ই পাঠ করার জন্যে গল্প পাঠিয়ে থাকেন। তবে প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগিতা ছাড়া অন্য গল্প পাঠাবেন না।প্রতিযোগিতা শেষ হলে পুনরায় আপনারা পাঠের জন্যে গল্প পাঠাতে পারেন।
১৪) গতবারের প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচজন স্থানাধিকারি অর্থাৎ মুকুলিকা দাস,শোভন কাপুরিয়া,অর্পণ ঘরামী,নাফিসা মারজান,অভ্রনীল পাল এবং সৌগত ঘোষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরণের অসুবিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত প্রোফাইলের ইনবক্সে -

পৌলমী আদক
https://www.facebook.com/profile.php?...

অভিজিৎ খাঁ
  / avijit.khan.507  

লাইটহাউজ কিপার্স
  / lighthouse.keepers.1  

show more

Share/Embed