শীল লঙ্ঘনের কুফল | জুসি বড়ুয়া | New buddhist song | jucy barua
Jucy Barua - জুসি বড়ুয়া Jucy Barua - জুসি বড়ুয়া
16.3K subscribers
558 views
33

 Published On Aug 10, 2024

শীল লঙ্ঘনের কুফল।
কন্ঠে- জুসি বড়ুয়া
---------------------

প্রাণীহত্যা-
পূর্ব জন্মে প্রাণীহত্যা করি জীবগণ
ইহ জন্মে ধন- ধান্য বিবিধ রতন।
কন্দর্প সমান রুপ পেয়েও জীবনে
অকালে নরণ লভে প্রাণীর হননে।

চুরি-
পূর্ব জন্মে পুরবিত্ত করিয়া হরণ
অনাথ হইয়া করে ভিক্ষা আচরণ।
ঝুলি হাতে দেখি তারে হেয় জ্ঞান করে
জীর্ণ বস্ত্র পরি সদা শত্রু ঘরে ফিরে।

ব্যভিচার-
জন্মে জন্মে ব্যভিচার করি আচরণ
নর-নারী স্ত্রীত্ব লভে মুক্ত নাহি হন
নর লভে নারী জন্ম নারী হয় নারী
মহা দু:খ ভোগে তারা দিবস শর্বরী

মিথ্যাকথা-
জন্মে জন্মে মিথ্যাবাক্য ভাষিহীন জন
মুখেতে দূর্গন্ধ বহে অপ্রিয় দর্শন
জড় মৃগ হীন বুদ্ধি বহু জন্ম হয়
অনন্ত দু:খের ভাগী হইবে নিশ্চয়

সুরাপান-
হলাহল বিষসম সুরা পান করি
উন্মাদ অনাথ হয় লজ্জা পরিহরি
জ্ঞাতি মরণাদি তার দু:খ উপজয়
শোক তাপ সহে কত বিশ্রী দেহ হয়

show more

Share/Embed