লঙ্কা গাছের পাতা কোকড়ানোর কারণ । ঘরোয়া একটি জিনিসের ব্যবহারে লঙ্কা গাছের পাতা কোকড়ানো প্রতিরোধ
Baby Mom vlog Baby Mom vlog
14.5K subscribers
169,882 views
1.7K

 Published On Jun 13, 2023

লঙ্কা গাছের পাতা কোকড়ানোর কারণ । ঘরোয়া একটি জিনিসের ব্যবহারে লঙ্কা গাছের পাতা কোকড়ানো প্রতিরোধ।



শুধুমাত্র ছাই ব্যবহার করে আপনারা লঙ্কা গাছকে যেকোনো রকম পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবেন। শুধু লঙ্কা গাছে নয় চাই কিন্তু সমস্ত পোকামাকড়কে নিরাময় করে যে কোন গাছে আপনারা ছাইকে ব্যবহার করতে পারেন। গাছকে যেকোনো রকম পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য শুকনো ছাই এ কয়েক ফোঁটা কেরোসিন তেল মিশিয়ে গাছের উপর ছিটিয়ে দিন। বিকেলের দিকে এই কাজটি করবেন এবং পরের দিন সকালে গাছটিকে ভালোমতো স্নান করিয়ে পাতাগুলি ধুয়ে দিন । সপ্তাহে একদিন বা 15 দিন অন্তর একদিন ব্যবহার করতে পারবেন। সে যদি অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে সপ্তাহে দুদিন ও ব্যবহার করতে পারেন।


ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ

show more

Share/Embed