উচ্চ রক্ত চাপ কেন হয়, এর লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে জানুন
Parkview Hospital Chittagong Parkview Hospital Chittagong
96K subscribers
231,862 views
3.8K

 Published On Nov 22, 2018

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশান কি, কেন হয় কিংবা এটি কমানোর কোন ব্যায়াম, খাবার বা প্রাথমিক চিকিৎসা আছে কিনা প্রায়শ রোগীরা আমাদের কাছে প্রশ্ন করেন। প্রথমেই আমরা জেনে নেই, ব্লাড প্রেসার কাকে বলে? রক্তচাপ যদি ১৪০/৯০ মিলিমিটার অথবা এর চেয়ে বেশি হয়, তাহলেই কেবল উচ্চ রক্তচাপ বলা যাবে। উচ্চ রক্তচাপের জন্য দায়ী অনেকগুলো বিষয় যেমন, ধুমপান, স্থুলতা, নিয়মিত পরিশ্রম না করা, ফ্যামিলিতে কারো এই রোগ থাকা ইত্যাদি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনের উপায় হচ্ছে হাইপারটেনশান হবার কারণ সমূহ থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করা এবং একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে নিয়মিত মেডিসিন সেবন করা। মনে রাখতে হবে, রক্তচাপ স্বাভাবিক হয়ে গেলেই কিন্তু আপনাকে ঔষধ খেতে হবে না ব্যাপারটি এমন নয়। আপনাকে মেডিসিন কখন খেতে হবে বা কখন খেতে হবে, কত পরিমানে খেতে হবে সেটি নির্ধারন করবেন আপনার ডাক্তার। তাই এই রোগ নিয়ন্ত্রণে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন।

উচ্চ রক্তচাপ এর লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিকার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে, পার্কভিউ হসপিটালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাঃ সাইফুদ্দিন মাহমুদ, এফসিপিএস (মেডিসিন)।

চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিংবা সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ 031-2555071-5, 031-657901-5, 01976-022333, 01976-022111 নাম্বারে। 🙂

ওয়েবসাইটঃ https://parkview.com.bd/
ফেসবুকঃ   / parkviewhospitalctg  
টুইটারঃ   / phlctg  

show more

Share/Embed