অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগের লক্ষণ ও চিকিৎসা
Parkview Hospital Chittagong Parkview Hospital Chittagong
96K subscribers
7,750 views
105

 Published On Oct 21, 2018

অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগ বয়স্কদের রোগ হলেও বর্তমানে অনেক কম বয়সীদেরও এই রোগের ভিকটিম হিসেবে দেখা যাচ্ছে। সাধারণত ক্যালসিয়ামের অভাবে রোগটি হয়ে থাকে। অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগে সবচেয়ে বেশী আক্রান্ত হন পিরিয়ড বন্ধ হয়ে গেসে এমন মহিলারা। প্রতি ৩ জন মহিলার মধ্যে একজন অস্টিওপরোসিস আক্রান্ত।

শরীরের ওজন নিয়ে এখন যতটা মাথাব্যথা আমাদের, ততটা কিন্তু হাড় নিয়ে নয়। অস্টিওপরেসিস বা হাড় ক্ষয় রোগ এর কারণে প্রতি বছর বিশ্বব্যাপী ৮৯ লাখ মানুষের এ রোগের কারণে হাড়ে ফ্র্যাকচার হয়। তাই অস্টিওপরেসিস সম্পর্কে সচেতন হওয়া এখনেই জরুরী।

আজকে ভিডিওতে অস্টিওপরেসিস এর লক্ষণ, ঝুঁকি এবং চিকিৎসা নিয়ে আলোচনা করেছেন, ডাঃ মোহাম্মদ মহসিন, এমবিবিএস, ডিপ্লোমা (অর্থো.)।

সিরিয়াল দিতে অথবা বিস্তারিত জানতে ফোন করুনঃ 031-2555071-5, 031-657901-5, 01976-022333, 01976-022111 নাম্বারে।

ওয়েবসাইটঃ https://parkview.com.bd/
ফেসবুকঃ   / parkviewhospitalctg  
টুইটারঃ   / phlctg  

show more

Share/Embed